‘হ্যাটট্রিক’ করে নিষিদ্ধ পান্ত
ঋষভ পান্ত হ্যাটট্রিকই করে বসলেন। তবে এমন হ্যাটট্রিক কোনো দলই চাইবে না। এবারের আইপিএলে তৃতীয় বারের মতো স্লো ওভাররেটের কারণে শাস্তি পেলেন তিনি। এবার তাই নিষিদ্ধই হতে হলো তাকে।
গেল ৭ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ২০ রানের জয় পায় দিল্লি ক্যাপিটালস। তাতে এবারের আইপিএলের প্লে অফে খেলার আশাটাও বাঁচিয়ে রাখে ঋষভ পান্তের দল।
তবে সেই ম্যাচের ওভাররেট ছিল আইপিএলের বেধে দেওয়া সময়ের চেয়ে অনেক ধীরগতির। সে কারণে শাস্তির মুখে পড়তে হয় পান্তকে।
এমন শাস্তির মুখে পান্ত এবারই প্রথম পড়েননি। এবারের আইপিএলে আরও দুবার জরিমানা দিতে হয়েছিল তাকে। এবারও দিতে হয়েছে। ৩০ লাখ রুপি জরিমানার সঙ্গে এবার তার সঙ্গী হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞাও।
দলের অধিনায়কের এই শাস্তি দিল্লির ক্ষতিই করে দিল বৈকি! আগামীকাল সন্ধ্যায় আইপিএলে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে দলটা খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সেই ম্যাচেই কি-না অধিনায়ক পান্তকে পাচ্ছে না দিল্লি!
আইপিএল শাস্তির বিষয়টি জানিয়ে দেয়া বিবৃতিতে বলেছে, যেহেতু এর আগেও দুইবার মন্থর ওভাররেটের কারণে শাস্তি পেতে হয়েছে তাকে, তাই বাইলজ অনুযায়ী এবার নিষেধাজ্ঞার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।
এখানেই শেষ নয়। দিল্লির প্রত্যেক খেলোয়াড়দের ওপরও শাস্তি নেমে এসেছে। জরিমানা দিচ্ছে হচ্ছে ম্যাচ ফির অর্ধেক বা ১২ লাখ রুপি।