ঠিক সময়ে প্রিমিয়ার লিগের শীর্ষে সিটি

ঠিক সময়ে প্রিমিয়ার লিগের শীর্ষে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষের প্রহর গুণছে। তবে শিরোপার নিষ্পত্তি হয়নি এখনও। ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনাল, কোন দল জিতবে, তা এখনও অনিশ্চিত। ঠিক এই মোক্ষম সময়ে এসে প্রিমিয়ার লিগের শীর্ষে চলে এসেছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামকে গোলবানে ভাসিয়ে চলে গেছে প্রিমিয়ার লিগের চূড়ায়। তাতে আর্সেনাল চলে গেছে দ্বিতীয় স্থানে। 

ফুলহ্যামের মাঠে খেলাটা হলেও সিটি দাপট দেখিয়েছে একেবারে ম্যাচের শুরু থেকেই। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হলো স্রেফ ১৩ মিনিট। ব্রেকথ্রু এনে দিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ইয়োসকো ভারদিওল। কেভিন দে ব্রুইনার বাড়ানো বল থেকে গোলটা করেন তিনি। বিরতিতে ওই এক গোলের লিড নিয়েই যায় ম্যানসিটি। 

বিরতির পর গোলের তোড় আরও বেড়েই গেছে। ৫৯ মিনিট বার্নার্দো সিলভার পাস থেকে গোল করে সিটির ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন।

৭১ মিনিটে আবারও সিলভা গড়ে দিলেন আরও এক গোল। তার ক্রস থেকে গোল করেন প্রথমার্ধে সিটিকে এগিয়ে দেওয়া ভারদিওল। ৮২ মিনিটে ফুলহ্যামের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন হুলিয়ান আলভারেজ। 

৪-০ গোলের এই জয়ে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল সিটি। দুইয়ে চলে যাওয়া আর্সেনাল সিটির সমান ৩৬ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৮৩ পয়েন্ট।

 

সম্পর্কিত খবর