নিস্প্রভ মেসি, তবু দুই গোলে পিছিয়ে পড়ে জিতল মায়ামি

নিস্প্রভ মেসি, তবু দুই গোলে পিছিয়ে পড়ে জিতল মায়ামি

মেজর লিগ সকারে লিওনেল মেসি মাঠে নামলেই গোল বা অ্যাসিস্ট, দুটোর একটা পেয়েই যান। তবে আজ এফসি মন্ট্রিয়লের বিপক্ষে তা পেলেন না। তাতে তার ৮ ম্যাচের গোল-অ্যাসিস্টের ধারা গেল থেমে। তবে তার দলের সমস্যা হয়নি তাতে। ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।

মন্ট্রিয়লের মাঠে আজ শুরু থেকে পেরে উঠছিল না মায়ামি। বলের দখলে ছিল পিছিয়ে। যার ছাপ আক্রমণেও পড়ছিল বৈকি! ২২ আর ৩২ মিনিটে গোল করে বসেন স্বাগতিকদের ব্রাইস ডিউক আর জুলস-অ্যান্থনি ভিলসেইন্ট। 

এরপর ৪৩ মিনিটে লিওনেল মেসি বড় চোটের শঙ্কাই জাগান। প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া ট্যাকল খেয়ে মাঠে পড়ে ছিলেন বেশ কিছুক্ষণ। এরপর চিকিৎসক দলের শুশ্রূষা নিতে মাঠের বাইরে যান তিনি। এমএলএসের নিয়মের কারণে তাকে বাড়তি দুটো মিনিট মাঠের বাইরে থাকতে হয়। 

তবে তিনি যখন বাইরে ছিলেন, তখনও প্রথম গোলটা পায় তার দল। মাতিয়াস রোহাস দলকে ম্যাচে ফেরান গোল করে। এরপর লুইস সুয়ারেজও গোলের খাতায় নাম লেখান বিরতির আগেই। চলতি মৌসুমে ১১তম গোলটা করে মেসিকেও ছাড়িয়ে যান সুয়ারেজ। তাতে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় মেসির মায়ামি। 

বিরতির পর স্কোরশিটে নিজের নাম তুলে ফেলেন বেনজামিন ক্রেমাস্কি, গোলের সুযোগটা গড়ে দেন প্রথম গোলদাতা মাতিয়াস। 

মেসির সামনেও গোলের সুযোগ এসেছিল বটে। শেষ দিকে তার একটা ফ্রি কিক চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। অন্য একটা শট প্রতিহত হয় মন্ট্রিয়লের রক্ষণ দেয়ালে। তাতে অবশ্য তার দলের জয় থেমে থাকেনি। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। 

 

সম্পর্কিত খবর