তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নেইমারের আল হিলালের 

তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নেইমারের আল হিলালের 

টানা তিন মৌসুমে সৌদি প্রো লিগ শিরোপা জেতার পর গত মৌসুমে আল-ইত্তিহাদের কাছে রাজত্ব হারিয়েছিল আল-হিলাল। ২০২২-২৩ মৌসুমে তিন থেকে লিগ শেষ করেছিল তারা। তবে পরের মৌসুমে এসেই লিগ শিরোপা পুনরুদ্ধার করলো জোর্জে জেসুসের দলটি। গত রাতে আল হাজেমের বিপক্ষে ৪-১ ব্যবধানে তিন ম্যাচে বাকি থাকতেই নিজেদের ১৯তম লিগ শিরোপা জিতল নেইমারের আল হিলাল। 

ঘরের মাঠে আল হাজেমের বিপক্ষে দাপুটে এই জয়ের পর ৩১ ম্যাচে আল হিলালের পয়েন্ট দাঁড়ায় ৮৯। সমান ম্যাচে দুইয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের পয়েন্ট ৭৭। এতেই তিন ম্যাচে ১২ পয়েন্টের ব্যবধান থাকায় লিগ শিরোপা যায় আল হিলালের ঝুলিতে। 

এটি আল হিলালের ১৯তম লিগ শিরোপা। লিগ ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা তাদেরই। যৌথভাবে দুইয়ে থাকা আল ইত্তিহাদ ও আল নাসর আছে যোজন যোজন দূরে। তারা জিতেছে সমান ৯টি করে শিরোপা। 

গত এপ্রিলে সৌদি সুপার কাপের পর লিগ শিরোপাও জিতল আল হিলাল। এতেই এবার তাদের নজর ট্রেবলে। চলতি মাসের শুরুতেই আল ইত্তিহাদকে হারিয়ে সৌদি কিং কাপের ফাইনালে উঠেছে তারা। সেখানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল নাসরের সঙ্গে লড়বে আল হিলাল। 

এদিকে কোনো অবদান না রেখেই গত গ্রীষ্মে সৌদিতে পাড়ি দেওয়ার পর প্রথম মৌসুমেই লিগ শিরোপার স্বাদ পেলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। অবশ্য চোটের কারণেই হয়েছে এমনটা। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএলের চোটে পড়েছিলেন নেইমার। এতে পুরো মৌসুম ছাড়াও আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় সেলেসাওদের দল থেকেও ছিটকে গেছেন তিনি। আল হিলালের সব মিলিয়ে স্রেফ চারটি ম্যাচ খেলেছেন নেইমার। সেখানে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন সাবেক পিএসজি ও বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। 

মাঠের খেলায় সঙ্গী হতে না পারলেও শিরোপা সম্ভাবনার ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন নেইমার। পরে ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে মাঠে নিজ মেয়েকে নিয়ে লিগ উদযাপনেও মেতেছেন।  

সম্পর্কিত খবর