এমবাপে ছাড়াও গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের: আনচেলত্তি
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছে কিলিয়ান এমবাপে। বিষয়টি জানা গিয়েছিল আগেই। এবার গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিল এমবাপে নিজেও। এরপর থেকেই পুরনো এক আলোচনা হয়েছে চড়াও। এমবাপের গন্তব্য কোথায়? সম্ভাব্য নাম সবার ওপরেই রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় বেশ কিছু গণমাধ্যমের মতে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার বাকি! তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এই আলোচনায় শিরোনাম হতে চান না। তার মতে, মৌসুম এখনো বাকি এবং তাদের নজর মৌসুমকে আরও রাঙিয়ে শেষ করার দিকেই।
স্প্যানিশ সুপার কাপ জয়ের পর লা লিগা শিরোপাও পুনরুদ্ধার করে রিয়াল। সামনে হাতছানি চ্যাম্পিয়নস লিগ শিরোপার। আগামী ১ জুন ফাইনালে সেটির লড়াইয়ে বুরুশিয়া ডর্টমুন্ড বিপক্ষে নামবে ভিনিসিয়ুস-বেলিংহামরা। এতেই নিজেদের দল ছাড়া অন্য কিছুতেই এখন মাথা ঘামাতে রাজি না রিয়াল বস।
লিগ শিরোপার নিশ্চিতের পর গত রাতে যেন নতুন চেহারার এক রিয়ালকে নামায় আনচেলত্তি। আগের ম্যাচ থেকে ১০ পরিবর্তন নিয়ে নেমেও গ্রানাদার বিপক্ষে ৪-০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে রিয়াল। সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসে এমবাপের রিয়ালে আসার প্রসঙ্গ। তবে সেখানে কোনো মন্তব্যই করতে চান না আনচেলত্তি। সেখানে তিনি বলেন, ‘এই প্রসঙ্গ নিয়ে এখন ভাবছি না। এই মুহূর্তে আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। আরও অনেক কিছু ভাবার আছে। ১ জুন পর্যন্ত কোন কোন দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তা আমরা জানি।’
মৌসুমে দারুণ সময় পার করছে রিয়াল। স্প্যানিশ সুপার কাপের পর লিগ শিরোপা, সামনে চ্যাম্পিয়নস লিগ। এবং চ্যাম্পিয়নস লিগ জিতলে সুযোগ উয়েফা সুপার কাপ জেতারও। এতেই ট্রেবল বা কোয়াড্রপল জয়ের দিকেই মনোযোগ দিতে চায় লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি।