টি-টোয়েন্টি ছাড়লেন উইলিয়ামস
লম্বা সময় ধরেই জিম্বাবুয়ের জার্সিতে টি-টোয়েন্টিতে নিজেকে মেলে ধরতে পারছিলেন না শন উইলিয়ামস। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি। তার জায়গায় সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছে দলের তরুণ ক্রিকেটার জোনাথন ক্যাম্পবেল ও ব্রিয়ান বেনেট ও ফারাজ আকরামরা। যার ফলে এই ৩৭ বছর বয়সী বুঝে গেছেন এই ফরম্যাটে তার প্রয়োজনিয়তা ফুরিয়েছে।
তাই তো বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়ে, সেই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি ছাড়লেও বাকি দুই ফরম্যাটে ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।
বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলেন উইলিয়ামস। এ ম্যাচে অবশ্য ব্যাট করতে হয়নি তাকে। তার আগেই জয় পেয়েছে তার দল। তবে বোলিংয়ে হাত ঘুরিয়েছেন। সেখানে উইকেট পাননি। খরচ করেছেন ১২ রান। এমন পারফরম্যান্সের পর তাই ক্রিকেটকে বিদায় জানানোটাকেই শ্রেয় মনে করেছেন এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার।
জিম্বাবুয়ের হয়ে ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে খুলনায় অভিষেক হয় উইলিয়ামসের। এরপর দেশের হয়ে খেলেছেন ৮১টি টি-টোয়েন্টি। যেখানে ১৬৯১ রানের পাশাপাশি তার উইকেট সংখ্যা ৪৮টি।