ঘরের মাঠে এমবাপের শেষ ম্যাচে পিএসজির হার

ঘরের মাঠে এমবাপের শেষ ম্যাচে পিএসজির হার

চলতি আসর শেষেই পিএসজি ছেড়ে যাবেন কিলিয়ান এমবাপে, এমন ঘোষণা দিন তিনেক আগে নিজেই দিয়েছেন তিনি। পিএসজির জার্সিতে খেলেছেন সাতটি মৌসুম। অর্জনের ঝুলিতেও আছে বেশকিছু শিরোপা। ফ্রেঞ্চ জায়ান্ট ক্লাবটির জার্সি গায়ে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙ্গিয়েই যেতে চেয়েছিলেন বিশ্বকাপজয়ী এই তরুণ ফরোয়ার্ড। তবে তা আর হলো না।

নিজেদের লিগের ম্যাচে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তুলুজের কাছে ৩-১ গোলের স্বাদ পেয়েছে এমবাপের দল। এতে শিরোপা উৎসবে ভাটা পড়েছে পিএসজির। লিগে চলতি মৌসুমে এটি ছিল তাদের দ্বিতীয় হার। যদিও ২০২৩-২৪ মৌসুমের লিগ শিরোপা আরও আগেই নিজেদের নামে করে নিয়েছে দলটি।

লিগ আঁ–তে পিএসজির এখনও বাকি আছে দুইটি ম্যাচ, এছাড়াও আছে ফ্রেঞ্চ কাপের ফাইনাল। সম্ভবত সেই ম্যাচগুলোতেও মাঠে নামবেন এমবাপে। তবে পার্ক দে প্রিন্সেসে গতরাতের ম্যাচটিই ছিল শেষ ম্যাচ, যেখানে হারের স্বাদ পেতে হলো সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে।

এদিন ম্যাচের শুরুতেই ৮ম মিনিটে গোল আদায় করেন কিলিয়ান এমবাপে। শুরুটা দুর্দান্ত হলেও নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত তুলুজ আদায় করেছে তিনটি গোল, ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

ম্যাচ শেষে ট্রফিসহ এমবাপেকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে তার সতীর্থ এবং মাঠভর্তি সমর্থকরা। সমবেত কন্ঠে স্লোগান দিয়েছেন ঘরের মাঠের দর্শকরা। কোচ লুইস এনরিকে বলেছেন, ‘সমর্থকেরা এমবাপেকে ট্রিবিউট দিয়েছে, যেটা তার প্রাপ্যও। বয়স কম হলেও সে ক্লাবের একজন কিংবদন্তি। আমাদের সঙ্গে আরও কয়েকটা ম্যাচে সে আছে। আমি ওর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।‘

সম্পর্কিত খবর