আবাহনীকে উড়িয়ে ট্রেবল জয়ের পথে বসুন্ধরা

আবাহনীকে উড়িয়ে ট্রেবল জয়ের পথে বসুন্ধরা

স্রেফ ট্রেবল শিরোপা থেকে আর মাত্র ১ ম্যাচ দূরে বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপের পর, প্রিমিয়ার লিগ শিরোপাও ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। এবার অপেক্ষা ফেডারেশন কাপের। সেই পথেই আছে দলটি। ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ট্রেবল জয় থেকে মাত্র ১ ম্যাচ দূরে রয়েছে দলটি। আগামী ২২ মে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেই কাজটি করতেই মোহামেডানের বিপক্ষে মুখোমুখি হবে বসুন্ধরা।

গোপালগঞ্জে ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরার বিপক্ষে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি আবাহনী। ম্যাচের ২১ মিনিটেই পিছিয়ে পড়ে দলটি। রবিনহোর গোলে ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি আবাহনী। উল্টো ম্যাচের ৭১ মিনিটে আরেক গোল হজম করে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় দলটি। দারুণ গোলে বসুন্ধরাকে দ্বিতীয় দফায় এগিয়ে নেন ডরিয়েলটন। ভাবা হচ্ছিল শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই শেষ হবে ম্যাচ।

তবে সেটি অতিরিক্ত যোগ করা সময়ের ৭ মিনিটে এসে আরেক দফা বাড়িয়ে নেয় বসুন্ধরা। আবাহনীর গা ছাড়া ভাবকে গোল করার দারুণ সুযোগ হিসেবে লুফে নেন ইব্রাহিম। তৃতীয় দফায় গোল করে উড়িয়ে দেন আবাহনীকে। ৩-০ গোলের জয় পায় বসুন্ধরা। তাতে ফেডারেশন কাপ থেকে বিদায় নিশ্চিত হয় অবাহানীর।

সম্পর্কিত খবর