আরও দুই রেকর্ড রিয়ালের
লিগ জেতা নিশ্চিত হয়ে গেছে আরও এক গেমউইক আগে। রিয়াল মাদ্রিদ এখন অপেক্ষায় মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের। তবে তার আগে লিগ ম্যাচগুলোতে তার প্রস্তুতিই নিচ্ছে রিয়াল। লিগের ম্যাচগুলোতে বিশাল বিশাল সব জয় জানান দিচ্ছে, প্রস্তুতিটা নেহায়েত মন্দ হচ্ছে না তাদের। সবশেষ আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দুটো রেকর্ড ছুঁয়ে ফেলেছে দলটা।
বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ২-১ গোলে হারানোর পর থেকে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে গ্রানাডাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। এবার ঘরের মাঠে আলাভেসকে আতিথ্য দেয় রিয়াল।
স্বাগতিকরা শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছে প্রতিপক্ষের ওপর। জুড বেলিংহ্যামের কল্যাণে দশম মিনিটেই গোল পেয়ে যায় দলটা। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। বিরতির আগে রিয়াল আরও এক গোল পেয়ে যায়। এবার গোলের খাতায় নাম লেখান ফেদে ভালভার্দে।
এ দাপট দ্বিতীয়ার্ধেও কমেনি। ৭০ মিনিটে ভিনিসিয়াসের সোলো গোলে স্কোরলাইন ৪-০ করে রিয়াল। ৮১ মিনিটে আর্দা গুলের শেষ পেরেকটা ঠুকে দেন আলাভেসের কফিনে।
এই জয়ের ফলে টানা ৩০ ম্যাচে অপরাজিত রইল রিয়াল। তাতে নিজেদের রেকর্ড ছুঁয়ে ফেলেছে লস ব্ল্যাঙ্কোসরা। আর এক ম্যাচে হার এড়াতে পারলেই ১৯৮৯-৯০ মৌসুমে গড়া নিজেদের কীর্তি ভেঙে ফেলবে দলটা।
এই মৌসুমে এই নিয়ে ২০তম বারের মতো কোনো ম্যাচ গোল হজম ছাড়া শেষ করল রিয়াল। যা তাদের রেকর্ড। এর আগে ১৯ ম্যাচের রেকর্ড তারা গড়েছিল ১৯৮৬-৮৭, ১৯৮৭-৮৮ ও ২০১৯-২০ এই তিন মৌসুমে।