বদলে গেল ফেড কাপ ফাইনালের সূচি
ফেডারেশন কাপ ফাইনাল গেল মৌসুমে দারুণ এক রোমাঞ্চ নিয়েই হাজির হয়েছিল। এবার ইতোমধ্যেই ফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ফেড কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে।
শেষ সময়ে এসে অবশ্য সূচিতে পরিবর্তন এসেছে এবারের ফেড কাপ ফাইনালের। এক দিন পিছিয়ে গেছে ফাইনাল। নতুন সূচি অনুসারে খেলাটা মাঠে গড়াবে আগামী ২২ মে, বুধবার।
এবারের ফেড কাপ ফাইনালের ভেন্যু ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। আগের সূচি অনুসারে সেখানে ফাইনালটা হওয়ার কথা ছিল আগামী ২১ মে, মঙ্গলবার।
তবে সেদিন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাফুফেকে পরামর্শ দিয়েছে ফাইনালটা আরও একদিন পর আয়োজনের। ফেডারেশন সে পরামর্শ মেনে নিয়েছে। ফাইনালটা তাই এক দিন পিছিয়ে গেছে।
টুর্নামেন্টের ফাইনালের এক দল মোহামেডান, যারা গেল বারের ফাইনালে ৪-৪ ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবারের মৌসুমেও অপরাজিত দল হিসেবে চলে এসেছে ফাইনালে, পথে দলটা হারিয়েছে আবাহনী, শেখ রাসেলের মতো দলকে।
ফাইনালে বসুন্ধরা কিংস প্রতিপক্ষ হিসেবে থাকছে মোহামেডানের। ইতোমধ্যেই লিগ জিতে গেছে দলটা। মৌসুমটা তারা শুরু করেছিল মোহামেডানকে স্বাধীনতা কাপের ফাইনালে হারিয়ে। এবার দলটার সামনে আবারও মোহামেডান, আবারও এক শিরোপা জেতার হাতছানি। এবার জিততে পারলে অনন্য এক কীর্তিও গড়ে ফেলবে বসুন্ধরা। নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো ঘরোয়া ট্রেবল জিতে যাবে কোচ অস্কার ব্রুজনের দল।