আতলেতিকোকে চ্যাম্পিয়ন্স লিগে তুললেন গ্রিজমান
বার্সেলোনা থেকে পাকাপাকিভাবে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে আঁতোয়ান গ্রিজমান আছেন দারুণ ছন্দে। এবার তার পারফর্ম্যান্সে ভর করেই তিনি শেষমেশ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করে ফেলল আতলেতিকো। তার হ্যাটট্রিকে আতলেতিকো ৩-০ গোলে হারিয়েছে গেতাফেকে।
গেতাফের মাঠ কলিসিয়াম আলফনসো পেরেজে প্রথম থেকেই প্রতিপক্ষকে শাসিয়েছে আতলেতিকো। তাতে সামনে থেকে নেতৃত্ব দেন গ্রিজমান। ২৭ মিনিটে তিনি করেন প্রথম গোল। ৪২ মিনিটে করেন দ্বিতিয়টা। দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে গিয়ে তৃতীয় ও শেষ গোল করে শেষ পেরেকটা ঠুকে দেন গেতাফের কফিনে।
এই জয়ের ফলে ৩৬ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট দাঁড়াল ৭৩ এ। সমান ম্যাচে পাঁচে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের পয়েন্ট ৬৩, যার মানে দাঁড়াচ্ছে আতলেতিকো পরের দুই ম্যাচে হেরে গেলেও আর বিলবাও তাদের ধরে ফেলতে পারবে না। তাতেই তাদের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়ে গেছে।
মৌসুমের শুরুটা ভালোই হয়েছিল দলটার। এই মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে একটা দল, সেটা এই আতলেতিকো। তবে এরপর সময় যত গড়িয়েছে দলের পারফর্ম্যান্সও ফিকে হয়েছে ততোই। দলটা কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এরপর বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারলে পরিস্থিতিটা আরও কঠিনই হতো দলটার। তবে সেটা শেষমেশ ঠেকিয়ে দিতে পেরেছে দলটা। তাই মৌসুমটা কিছুটা স্বস্তি নিয়েই শেষ করবে কোচ দিয়েগো সিমিওনের দল।