সুনীলের বিদায়ী ম্যাচ বাংলাদেশে হোক, চেয়েছিলেন জামাল

সুনীলের বিদায়ী ম্যাচ বাংলাদেশে হোক, চেয়েছিলেন জামাল

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রি এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন। আজ এক ভিডিওবার্তায় এ ঘোষণা দিয়েছেন তিনি। 

বিদায়বেলায় তাকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে জামাল জানালেন একটা গোপন ইচ্ছার কথাও বলে ফেললেন। তিনি চেয়েছিলেন, ছেত্রি শেষ ম্যাচটা বাংলাদেশে হোক, সেটাও বাংলাদেশের বিপক্ষেই!

তবে তেমন কিছু আর হওয়ার সুযোগ নেই। আসছে জুনেই পর্দা নামছে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে। ৬ জুন কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘ব্লু টাইগার’ পর্বের ইতি টানবেন সুনীল।

বর্তমানে ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০ বছর বয়সে। ২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিপক্ষে কোয়েটায় আয়ুব স্টেডিয়ামে অভিষেক হয়েছিল তার। সে ম্যাচেই গোলের খাতা খুলেছিলেন তিনি। 

এরপর থেকে শেষ ১৯ বছর ধরে তার গোলের খাতায় নিত্যনতুন সংযোজন হওয়া থামেনি। ১৫০ ম্যাচে তিনি করেছেন ৯৪ গোল। তৃতীয় সর্বোচ্চ ৬ গোল করেছেন বাংলাদেশের বিপক্ষে।

ভারতীয় ফুটবলের অধিনায়ক ছেত্রি জানিয়েছিলেন বিদায়ের বেলায় এসে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে তার। ছেত্রিকে বিদায় জানাতে গিয়ে জামালেরও যেন তাই হলো।

বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তোমার সঙ্গে বেশ কিছু দুর্দান্ত লড়াই হয়েছিল। তবে ম্যাচ শুরুর আগে সবসময় আমরা কথা বলতাম তুমি বক্সের ভেতর কেমন চালাক, তা নিয়ে।’

এরপরই জামাল জানান তার সুপ্ত বাসনার কথা। বলেন, ‘তুমি তোমার দেশকে দারুণভাবে সার্ভিস দিয়েছ, অনুপ্রাণিতও করেছ। আমি চেয়েছিলাম তোমার ভারতের জার্সিতে শেষ ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মাটিতে হোক। তোমার জন্য শুভকামনা রইল সুনীল।’

সম্পর্কিত খবর