চোট না অন্য কিছু? কেন মাঠে নামেননি মেসি?

চোট না অন্য কিছু? কেন মাঠে নামেননি মেসি?

ইন্টার মায়ামির হয়ে শেষ কিছু দিনে আগুনে ফর্মে ছিলেন লিওনেল মেসি। তার দলও উড়ছিল, টানা পাঁচ ম্যাচে জিতেছিল ফ্লোরিডার এই দল। তবে সবশেষ আজকের ম্যাচে অরলান্ডো সিটির বিপক্ষে তাকে পায়নি মায়ামি। ম্যাচ শেষে তার বিষয়ে জানালেন দলের কোচ জেরার্ডো টাটা মার্টিনো। 

গেল রোববার মায়ামি মুখোমুখি হয়েছিল কানাডিয়ান দল মন্ট্রিয়লের। সে ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ফাউলের শিকার হন মেসি। সে কারণে মাঠও ছাড়তে হয়েছিল তাকে। পরে যদিও ফিরে এসে খেলেছেন পুরো ম্যাচে।

মায়ামিও পরে জানিয়েছিল, তার চোট খুব একটা গুরুতর নয়। এমনকি অনুশীলনও করেছেন তিনি দলের সঙ্গেও। তবু আজকের ম্যাচে তাকে খেলেননি মেসি।

ম্যাচের আগে সবকিছু স্বাভাবিক থাকার পরও মেসির বেঞ্চে না থাকা প্রশ্নের জন্ম দিয়েছে বেশ। সে প্রশ্নের জবাবে মার্টিনো বলেন, ‘আগের ম্যাচে হাঁটুতে ব্যথা পেয়েছে, তাই সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। সে যে অনুশীলন করেছে, সেটাও কিন্তু চিকিৎসকদের বেধে দেওয়া ছকেই। পরীক্ষার ফল অবশ্য ভালোই এসেছে।’

মেসির চোটের সঙ্গে যোগ হয়েছে ঠাসবুনটের সূচিও। গেল রোববার মন্ট্রিয়লের বিপক্ষে খেলে আজ বৃহস্পতিবার অরলান্ডোর মুখোমুখি হতে হয়েছে। এরপর আবার শনিবার সকালে মুখোমুখি হতে হবে ডিসি ইউনাইটেডের। যার মানে দাঁড়াচ্ছে এই ছয় দিনে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে তাদের। মেসিকে আজকের ম্যাচে না রাখার বড় কারণ এটাও।

মার্টিনোর কথা, ‘সে নিজে তো স্বস্তিতে ছিলই না, সঙ্গে এক সপ্তাহে তিনটি ম্যাচের সূচিও আছে আমাদের। সে কারণে আজ তাকে না খেলানোটাকেই ভালো বলে মনে হয়েছে আমাদের। শনিবারের ম্যাচে তাকে খেলাতে চাই আমরা। তবে বিষয়টা পুরোপুরি নির্ভর করবে তার উন্নতির ওপর।’ 

মেসি নেই, দলও ভালো খেলেনি, ম্যাচ জিততে পারেনি। মার্টিনোও মনে করেন তাই, ‘লিও মাঠে ২৫ মিটার মতো জায়গায় দাঁড়িয়ে এমন কিছু করে, যা একমাত্র তাকে ছাড়া আর সবার পক্ষেই অসম্ভব। ইন্টার এখন সেটা বুঝছে। বার্সেলোনাও এমনটা ১০ বছর আগে বুঝেছে।’ আগামী শনিবারের ম্যাচেও এমন অভাব বোধ করুক মায়ামি, এমনটা নিশ্চিতভাবেই চাইবেন না মার্টিনো।

সম্পর্কিত খবর