বার্সায় ‘সেঞ্চুরি’র দিনে জয় পেলেন জাভি

বার্সায় ‘সেঞ্চুরি’র দিনে জয় পেলেন জাভি

লা লিগার শিরোপা হাত ফসকে গেছে বহু আগে। এখন বার্সেলোনার সামনে লক্ষ্য দ্বিতীয় স্থান দখলে রেখে মৌসুম শেষ করা। তাহলে প্রাইজমানির অর্থ কিছুটা বাড়ে, আর পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও খানিকটা সুবিধাজনক গ্রুপ পাওয়া নিশ্চিত হয়। নিজেদের ৩৬তম ম্যাচে আলমেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সে লক্ষ্যে আরেকটু এগিয়ে গেছে বার্সা। 

ম্যাচে অবশ্য উপলক্ষ ছিল একটা। এই ম্যাচ ছিল লা লিগায় কোচ জাভি এর্নান্দেজের শততম ম্যাচ। কোচকে এই ম্যাচে দারুণ এক জয়ই উপহার দিয়েছে কাতালানরা। 

প্রতিপক্ষের মাঠে গত রাতে বার্সার এগিয়ে যেতে সময় লেগেছে ১৪ মিনিট। এক্তর ফর্তের ক্রসে মাথা ছুঁইয়ে দারুণ এক গোল করের ফের্মিন লোপেজ। প্রথমার্ধটা সেই এক গোল নিয়েই শেষ করে বার্সা। ব্যবধানটা আরও বাড়তে পারত। যদি না ২৮ মিনিটে লামিন ইয়ামালের শট প্রতিহত হতো বারপোস্টে। 
স্বাগতিক আলমেরিয়াও খুব একটা পিছিয়ে ছিল না। ম্যাচে ফেরার একাধিক সুযোগ পেয়েছে প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও। তবে তার একটা সুযোগও কাজে লাগাতেই পারেনি আলমেরিয়া।

যার মাসুলটা স্বাগতিকরা দেয় ৬৭ মিনিটে। সার্জি রবার্তোর পাস থেকে বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ করেন সেই প্রথম গোলটা করা ফের্মিন।  চলতি মৌসুমে এটি তার দশম গোল। তার চেয়ে বেশি গোল নেই আর কোনো তার সতীর্থ মিডফিল্ডারের। 

সেই ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ফলে ৩৬ ম্যাচ শেষে ২৪ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়ালো ৭৯-এ। সমান ম্যাচ খেলে চার পয়েন্ট পিছিয়ে তিনে আছে জিরোনা। 

সম্পর্কিত খবর