ইউরো খেলতে স্কুলের অনুমতি পেলেন এমবাপে-সতীর্থ
বয়স মোটে ১৭। কৈশোরের গন্ধটাও গা থেকে মুছে যায়নি তার। কিন্তু ওয়ারেন জাইরে-এমেরির কিশোর কাঁধে এরই মধ্যে চলে এসেছে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে পারফর্ম করার দায়িত্ব। ফ্রান্সের ইউরো ২০২৪ এর দলে ডাক পেয়েছেন পিএসজিতে কিলিয়ান এমবাপের সঙ্গে খেলা এই তরুণ-তুর্কি।
তবে জাতীয় দলের দায়িত্ব এলে কী হবে, তার আরও একটা দায়িত্বও যে পড়ে আছে! কী সেটা? তার স্কুলের পরীক্ষাও যে পড়ে আছে তার সামনে!
যদিও ইউরোর মঞ্চে পরীক্ষার তুলনায় বার্ষিক পরীক্ষার বিশালত্বটা একটু কমই। সে কারণে এমেরি স্বাভাবিকভাবেই বেছে নিয়েছেন ইউরোকে, জাতীয় দলের হয়ে পারফর্ম করার হাতছানি বলে কথা।
তবে সে কারণে স্কুলকে একেবারে না বলে দেননি তিনি। স্কুলের অনুমতি নিয়ে তবেই তিনি আসছেন ইউরোর ফ্রান্স দলে। স্কুলের বার্ষিক পরীক্ষা হবে যখন তিনি ফ্রান্সের হয়ে অবস্থান করবেন জার্মানিতে। বিশেষ বিবেচনায় তাকে ইউরোর পর বার্ষিক পরীক্ষায় বসতে অনুমতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এ বিষয়ে তিনি গতকাল ফ্রান্সের সংবাদ মাধ্যম টিএফ১কে দেওয়া এক সাক্ষাৎকারে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘ফুটবলে মনোযোগ দিতে এই পরীক্ষাটা সেপ্টেম্বরে দেব আমি।’
ফ্রান্সের ইউরো দলে জায়গা করে নিয়ে আনন্দের সীমা নেই তার। তিনি বলেন, ‘তালিকায় জায়গা করে নিতে পেরে বেশ খুশি আমি। ফ্রান্সের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এটা অন্যতম সেরা একটা প্রতিযোগিতা। আমি বেশ খুশি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে।’