২ বছর পর সরাসরি ফ্রান্সের ইউরো দলে কন্তে
এনগোলো কন্তে সবশেষ ফ্রান্সের হয়ে খেলেছেন ২০২২ সালের জুন মাসে। এখন তিনি খেলছেন সৌদি ক্লাব আল ইত্তিহাদে। তবে প্রায় দুই বছর পর সেই তাকে সরাসরি ফ্রান্সের ইউরোর দলেই জায়গা দিয়েছেন কোচ দিদিয়ের দেশম। সদ্যঘোষিত ফ্রান্সের ইউরো দলে এটাই সবচেয়ে বড় চমক।
কন্তে ইউরোপে তার শেষ দিনগুলো কাটিয়েছেন চেলসিতে। তবে শেষ দিকে চোটাঘাত তার পথ আগলে দাঁড়িয়েছিল। যদিও ফ্রান্স কোচ দেশম জানিয়েছেন, তার অভিজ্ঞতা জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোয় ফ্রান্সকে বেশ সুবিধা দেবে।
সম্প্রতি ফ্রেঞ্চ টিভি চ্যানেল টিএফ১ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদিও ইউরোপীয় লিগে নয়, সৌদি আরবে, তবু সে পুরো একটা মৌসুম খেলে এসেছে। সে পুরোপুরি ফিট। আর তার যা অভিজ্ঞতা, তাতে আমি নিশ্চিত ফ্রান্স দল তাকে নিয়ে বেশ শক্তিশালীই হয়ে উঠবে।’
ফরাসি পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেইঁর হয়ে দারুণ একটা মৌসুম কাটানো ১৮ বছর বয়সী ওয়ারেন জাইর-এমেরি, ২১ বছর বয়সী ব্র্যাডলি বারকোলাও জায়গা করে নিয়েছেন ফ্রান্সের এই স্কোয়াডে। তারুণ্যের সাথে ফ্রান্স দলে অভিজ্ঞদেরও মেলা বসেছে। তারকা কিলিয়ান এমবাপে আছেন প্রশ্নাতীতভাবে। সঙ্গে আঁতোয়ান গ্রিজমান, অলিভিয়ের জিরু আছেন এই স্কোয়াডে।
১৯৮৪ আর ২০০০ সালে ফ্রান্স ইউরো জিতেছিল। তবে এবার সবশেষ বিশ্বকাপের ফাইনালিস্টরা যাচ্ছে হট ফেভারিট হয়ে। আগামী ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে স্টুটগার্টে নিজেদের প্রথম ম্যাচটা খেলবে দলটা।
ফ্রান্সের ইউরো ২০২৪ স্কোয়াড
গোলরক্ষক: আলফন্স আরেওলা, মাইক মিয়াঁ, ব্রাইস সাম্বা.
ডিফেন্ডার: জনাথন ক্লস, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, থিও এর্নান্দেজ, ফেরলান্দ মেন্দি, বেঞ্জামিন পাভার্দ, দায়ত উপামেকানো।
মিডফিল্ডার: এনগোলো কন্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন রাবিও, আঁতোয়ান গ্রিজমান, অরেলিয়াঁ চুয়ামেনি, ওয়ারেন জাইরে এমেরি, ইউসুফা ফোফানা
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিংসলে কোমান, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি, অলিভিয়ের জিরু