জার্মানির ইউরো মিশনে উপেক্ষিত হুমেলস
চ্যাম্পিয়নস লিগের সবশেষ দুই ম্যাচের দুটোতেই ম্যাচসেরার পুরস্কার গেছে তার পকেটে। বরুসিয়া ডর্টমুন্ড যে এবার ফাইনালে চলে গেছে প্রতিযোগিতার, তার প্রধান অবদানটা এই ম্যাট হুমেলসেরই। কিন্তু সেই হুমেলসই আসছে ইউরোর জন্য জার্মানির স্কোয়াডে জায়গা পাননি।
শুধু হুমেলসই নন, এই স্কোয়াডে জায়গা পাননি আরেক বরুসিয়া ফুটবলার জুলিয়ান ব্রান্ডটও। কোচ জুলিয়ান নাগেলসমান ভরসা রেখেছেন গেল মার্চে নেদারল্যান্ডস আর ফ্রান্সকে হারানো দলটার ওপরই।
২৭ জনের এই স্কোয়াডে বায়ার্ন মিউনিখের লিওন গোরেটস্কাও নেই। সঙ্গে চোটের কারণে বাদ পড়েছেন সের্জ গেনাব্রি।
সবশেষ ইউরোর শেষ ষোলোয় বাদ পড়া জার্মানরা এবার খেলবে ঘরের মাঠে। দীর্ঘ ইউরো খরা ঘুচিয়ে এবারই শিরোপা জিততে চাইবে দলটা।
আগামী ১৪ জুন এই মিশন শুরু করবে জার্মানরা৷ মিউনিখে সেদিন তাদের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড।
জার্মানির ইউরো ২০২৪ এর প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: অলিভার বাউমান, আলেক্স নুবেল, ম্যানুয়েল নয়্যার, মার্ক আন্দ্রে টের স্টেগেন
ডিফেন্ডার: ওয়াল্ডেমার আন্টন, বেঞ্জামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কখ, ম্যাক্সিমিলান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্টনিও রুডিগার, নিকো শ্লটারব্যাক, জনাথন টাহ
মিডফিল্ডার: রবার্ট আন্ড্রিখ, ক্রিস ফুয়েরিখ, পাসকাল গ্রস, ইলকায় গুন্দোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান ভার্টজ
ফরোয়ার্ড: ম্যাক্সিমিলান বেইয়ার, নিকলাস ফুলক্রুগ, কাই হ্যাভার্টজ, থমাস মুলার, ডেনিজ উন্দাভ