প্রথমবার ব্রাজিলে ফুটবল বিশ্বকাপ
ছেলেদের ফুটবল বিশ্বকাপের পরের বছরই মেয়েদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করে ফিফা। সে হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের পরের বছরই নারী বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা। তবে এতদিন সেই বিশ্বকাপ কোথায় হবে তা চূড়ান্ত ছিল না। অবশেষে চূড়ান্ত হয়ে গেল সেটিও। ১০ তম নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করেছে ফিফা।
নারী বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে বিড করেছিল বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি ও ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ইউরোপের কোনো দলকে বেছে না নিয়ে ব্রাজিলকেই ২০২৭ বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নিয়েছে ফিফা। আর সেটা নির্ধারিত হয়েছে ফিফার সদস্যদের ভোটের মাধ্যমে।
যেখানে ফিফার ২০৭ জন সদস্য ইলেকট্রনিকভাবে ভোট দেন। ব্যাংককে ফিফা কংগ্রেসে ব্রাজিলের পক্ষে ১১৯ ভোট পরে। অন্যদিকে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চাওয়া ইউরোপের তিন দেশের পক্ষে ভোট পরে ৭৮টি। অর্থাৎ ব্রাজিলের পক্ষে রায় যায় ফিফার। যার ফলে প্রথম দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে নারী বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে ব্রাজিল।
আয়োজক হয়েই সেরা নারী বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেস, ‘আমরা জানতাম যে আমরা দক্ষিণ আমেরিকার মহিলা ফুটবল এবং মহিলাদের জন্য বিজয় উদযাপন করব। আপনারা নিশ্চিত হতে পারেন, কোন জটিলতা ছাড়াই, আমরা নারীদের জন্য সেরা বিশ্বকাপটি আয়োজন করব।’
এর আগে ২০১৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে ব্রাজিল। ১০ টি স্টেডিয়ামে ছেলেদের বিশ্বকাপ সফলভাবে আয়োজন করায় আরও একবার ব্রাজিলে আস্থা রেখেছে ফিফা। ব্রাজিলকে আয়োজক হিসেবে ঘোষণা দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ব্রাজিলের টুর্নামেন্টটি হবে সর্বকালের সেরা নারী বিশ্বকাপ।’