মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন থিয়াগো ও মাতিপ 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:১৬ পিএম | ১৭ মে, ২০২৪

গত বছরের ডিসেম্বরে এসিএলের চোটে পড়ায় মৌসুমের বাকি সময় থেকে ছিটকে যান লিভারপুলের ডিফেন্ডার জোয়েল মাতিপ। এদিকে চোট কাটিয়ে মৌসুমের মাঝে ফিরলেও ফের চোটে ছিটকে যান থিয়াগো আলকান্তারা। অর্থাৎ, চোটের কারণে চলতি মৌসুমে এই দুই ফুটবলার খুব কম সময়েই অল রেডদের হয়ে ছিলেন মাঠের খেলায়। দুজনই চলতি মৌসুম শেষে ছাড়ছেন লিভারপুল। 

আজ (শুক্রবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল। 

চলতি মৌসুমে সব হারানো লিভারপুলের সুযোগ ছিল স্রেফ প্রিমিয়ার লিগ শিরোপার। তবে মৌসুমের শেষ দিকে খেই হারিয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে পরে ইয়ুর্গেন ক্লপের দলটি। এই মৌসুম দিয়েই বিদায় বলতে যাচ্ছেন তাদের কোচ ক্লপও। 

মাতিপের লিভারপুল ক্যারিয়ারটা সাফল্যে সাজানো। ২০১৬ সালে শালকে থেকে অল রেডদের দলে যোগ দেন তিনি। এখন পর্যন্ত লিভারপুলের হয়ে ২০১ ম্যাচ খেলেছেন ক্যামেরুনের সাবেক এই ডিফেন্ডার। ১১টি গোলও করেছেন। ২০১৯ সালে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। একই বছরে ৩০ বছরে লিভারপুলের প্রথম লিগ শিরোপার স্বাদও পান এই ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার। 

ক্লাবে নিজের বিদায়ী মৌসুম নিশ্চিত করে মাতিপ বলেন, ‘লিভারপুলে চমৎকার আটটি চমৎকার বছর কেটেছে। একই অসাধারণ ক্লাব, দুর্দান্ত কোচ এবং দারুণ একটি দলের সমন্বয়ে গড়া এই ইতিহাসের অংশ হওয়ার সুযোগ হয়েছে। আমরা অনন্য সব খেতাব অর্জন করেছি। আমাদের বিশ্বসেরা সমর্থক রয়েছে।’ 

এদিকে থিয়াগো ২০২০ সালে বায়ার্ন মিউনিখ থেকে লিভারপুলে যোগ দেন থিয়াগো। এখন পর্যন্ত অল রেডদের এই স্প্যানিশ ইন্টারন্যাশনাল খেলেছেন ৯৮টি ম্যাচ। চলতি মৌসুমে শুরু থেকেই নিতম্বের চোটে থিয়াগো ছিলেন দলের বাইরে। সেই চোট কাটিয়ে গত ফেব্রুয়ারিতে ফিরেছিলেন আর্সেনালের বিপক্ষে ম্যাচে। সেখানে ফের মাংসপেশিতে টান পান। এতে মৌসুমে বাকি সময় তাকে পার করতে হচ্ছে বেঞ্চে বসেই। 

খেলার দুনিয়া | ফলো করুন :