কোপার প্রস্তুতি আর্জেন্টিনার, সূচি চূড়ান্ত
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোপা আমেরিকা খেলবে মেসির আর্জেন্টিনা। যেই কোপা দিয়ে আবার ফুটবলকে বিদায় জানাবেন দেশটির তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। মেসির অবসরের গুঞ্জনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই শেষ বেলায় আর্জেন্টিনার লক্ষ্য আরও একবার কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলা। সেই লক্ষ্যে প্রস্তুতিটাও হওয়া চায় সেরা। আর সেটি সারতেই কোপা মিশনে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সারবে মেসির আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচের প্রতিপক্ষ আগে থেকেই ঠিক করে রেখেছিল আলবিসেলেস্তেরা। এবার ম্যাচ দুটির সময় সূচিও জানিয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। এই দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর ও গুয়েতামালা।
ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে। এরপর ১৪ জুন গুয়েতামালার বিপক্ষে কোপার আগে শেষবারের মতো মাঠে নামবে আর্জেন্টিনা। যেই ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে।
ম্যাচ দুটির সূচি প্রকাশের পর ইকুয়েডরকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুমজুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে, এর মধ্যেই প্রস্তুত হয়ে যাবে দল। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ। আর গুয়েতেমালা ম্যাচে অনেক দর্শক হয়। সেটাও ভালো ম্যাচই হবে। কারণ, মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে।’
এবারের কোপা আমেরিকায় গ্রুপ এ তে পরেছে আর্জেন্টিনা। এ গ্রুপে মেসিদের বাকি তিন প্রতিপক্ষ কানাডা, চিলি ও পেরু। ২০ জুন প্রথম ম্যাচের পর মেসিদের পরের ম্যাচ ২৫ জুন চিলির বিপক্ষে। এরপর ২৯ জুন পেরুর বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।