শিরোপা এনে দিয়ে বরখাস্ত হলেন জুভেন্টাস কোচ
ইতালিয়ান শীর্ষ ক্লাব সেরি আ-তে এই চার বছর আগেও একচেটিয়া আধিপত্য ছিল জুভেন্টাসের। ২০১১-১২ মৌসুম থেকে টানা নয় আসরে লিগ চ্যাম্পিয়ন ছিল জুভেন্টাস। তবে ২০২০-২১ এ এসে তাদের রাজত্ব থামিয়ে লিগ শিরোপা জেতে ইন্টার মিলান। এরপর থেকে লিগ মৌসুমে থেকে শীর্ষ তিনেও জায়গা করতে পারেনি লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি। এবং সবশেষ তিন বছর তো কোনো শিরোপাও জুটেনি দ্য লেডিদের কপালে। সেই খরা কাটিয়ে গত বুধবার কোপা ইতালিয়া শিরোপা জেতে জুভেন্টাস। তবে তার দুদিন পরই বরখাস্ত করা হয়েছে তাদের প্রধান কোচ মাসসিমিলিয়ানো আল্লেগ্রিকে।
কোপা ইতালিয়ার ফাইনালে আতালান্তার বিপক্ষে ম্যাচটির সময় ও পরে আল্লেগ্রির বাজে আচরণের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ক্লাবটি। ইতালিয়ান বেশকিছু গণমাধ্যমের সূত্র মতে, ম্যাচের পর নিজ দলের স্টাফ, ম্যাচ অফিশিয়ালস এবং কোনো এক সংবাদপত্রের পরিচালকের সঙ্গে সংঘর্ষে জড়ান আল্লেগ্রি। পরে তা খতিয়ে দেখতে তার বিরুদ্ধে তদন্ত চালায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল।
তদন্তের সেই রিপোর্টের ভিত্তিতেই গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে আল্লেগ্রিকে বরখাস্তের বিষয়টি জানায় জুভেন্টাস। সেই বিবৃতিতে তারা জানায়, ‘ইতালিয়ান কাপ (কোপা ইতালিয়া) ফাইনালের সময় এবং পরে তার (আল্লেগ্রি) কিছু আচরণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের মূল্যবোধের সঙ্গে এমন আচরণ অসঙ্গতিপূর্ণ।’ এসব আচরণ ইউভেন্তুসের মূল্যবোধের সঙ্গে বেমানান বলে মনে করে ক্লাব
এটি ছিল জুভেন্টাসের সঙ্গে আল্লেগ্রির দ্বিতীয় মেয়াদের চুক্তি। ২০২১-২২ মৌসুমে দ্বিতীয় দফায় তুরিনের ক্লাবটিতে যোগ দেওয়ার পর স্রেফ এই কোপা ইতালিয়ান শিরোপা জিতল জুভেন্টাস।
তবে প্রথম দফায় ক্লাবকে দারুণ কিছুর সাক্ষী করেছিলেন আল্লেগ্রি। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্টাসের দায়িত্বে ছিলেন তিনি। সেই পাঁচ মৌসুমের প্রত্যেকটিতেই লিগ শিরোপা জিতেছিল তারা। এছাড়া ছিল চারটি কোপা ইতালিয়া শিরোপাও।