এখনো লিগ শিরোপার স্বপ্ন দেখছেন আর্তেতা
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের ২০২৩-২৪ মৌসুমটা একদম শেষের পথে। বাকি আছে আর একটি ম্যাচ ডে। সেখানে মৌসুমের শেষ দিনে এসেও শিরোপার লড়াইয়ে আছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। যদিও সিটির সমীকরণ বেশ সহজ। শীর্ষে থাকা সিটিজেনরা আর্সেনালের থেকে দুই পয়েন্ট এগিয়ে। এতে আর্সেনালের সমীকরণটা হয়েছে বেশ জটিল। নিজেদের শেষ ম্যাচে জয় তো পেতেই হবে সঙ্গে তাকিয়ে থাকতে হবে সিটির হার বা ড্রয়ে। যদিও ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হামের বিপক্ষে সিটির সহজ জয়ের দিকেই চেয়ে আছে সবাই, তবে এখনো ‘শিরোপার স্বপ্ন বেঁচে আছে’ গানারদের কোচ মিকেল আর্তেতার।
আগামীকাল রাত ৯টায় একই সময়ে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ। আর্সেনালের ম্যাচটাও নিজেদের মাঠে, এভারটনের বিপক্ষে।
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচেই জিতেছে সিটি ও আর্সেনাল। সবশেষ টটেনহামের মাঠে প্রথমবারের মতো জিতে শিরোপায় এক হাত দিয়েই রেখেছে পেপ গার্দিওলার দল। তবে এখনো আর্সেনাল শিরোপা জিততে পারে এমনটাই বিশ্বাস রাখছেন আর্তেতা।
সম্প্রতি ব্রিটিশভিত্তিক গণমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্তেতা বলেন, ‘আমরা এই অবস্থানেই থাকতে চেয়েছিলাম। রোববার আমাদের সমর্থকদের সামনে একটি সুন্দর দিন কাটানোর যোগ্যতা অর্জন করেছি এবং ম্যাচ শেষে আমার ট্রফি উদযাপনের বড় সম্ভাবনাও আছে।’
ফুটবলের সঙ্গে কথাটা বেশ ভালোভাবে যায়, ‘এনিথিং ক্যান হ্যাপেন’। পরিসংখ্যান, ফর্ম, সমীকরণ যাই হোক না কেন নাটকীয় কিছু ঘটতে স্রেফ দরকার একটি শট। ফুটবলের সেই নিজস্বতাতেই ভরসা আর্তেতার। এ নিয়ে তিনি বলেন, ‘এটা ফুটবল। আমাদের প্রতিটা মুহূর্তই উপভোগ করতে হবে।’