মৌসুম সেরা ফোডেন, সেরা উদীয়মান পালমার
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ইংল্যান্ডের খেলোয়াড়রাই রাজত্ব করেছেন। মৌসুমসেরার খেতাবজয়ীদের তালিকায় চোখ বুলালেই যার প্রমাণ মিলবে। ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটিতে খেলা ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আরেক ইংলিশ মিডফিল্ডার কোল পালমার। চলতি মৌসুমে সিটি থেকে চেলসিতে পাড়ি জমিয়েছিলেন তিনি।
এই তো সপ্তাহদুয়েক আগে ফুটবল লেখকদের বিচারে বর্ষসেরার খেতাব জয় করেছিলেন ফোডেন। এবার প্রিমিয়ার লিগও তার প্রতিভাকে মূল্যায়ন করল।
মৌসুমসেরা খেলোয়াড়ের প্রাথমিক তালিকায় ফোডেন ছাড়াও আরো সাতজনের নাম ছিল। ফোডেনের ক্লাব সতীর্থ আর্লিং হালান্ড, নিউক্যাসল ইউনাইটেডে খেলা সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার আইসাক, আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড, কোল পালমার, আর্সেনালের ডেকলান রাইস, লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স। তাদের পেছনে ফেলেই মৌসুমসেরার পুরস্কার ঘরে তুলেছেন ফোডেন।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ গোল করার পাশাপাশি ৮ গোলে সহায়তা করেছেন ফোডেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে এখন টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দোরগোড়ায় ম্যানচেস্টার সিটি। আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থাকা সিটি আগামীকাল (রবিবার) ওয়েস্ট হ্যামকে হারালেই শিরোপা উৎসব করতে পারবে।
আর ম্যানসিটি শিরোপা জিতলে অনন্য রেকর্ড গড়া হয়ে যাবে ২৩ বছর বয়সী ফোডেনের। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি জেতা হয়ে যাবে তার।
মৌসুম সেরার খেতাব জিতে উচ্ছ্বসিত ফোডেন, ‘আমি খুব গর্বিত। অনেক দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে মনোনীত হতে পারা আনন্দের, যাদের সবাই মৌসুমটা উপভোগ করেছে।’
এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো মৌসুমসেরার পুরস্কার গেল সিটির ঘরে। গত চার মৌসুমে কেভিন দে ব্রুইনা দুইবার ও হালান্ড এবং রুবেন দিয়াস একবার করে এই পুরস্কার ছুঁয়ে দেখেন।