নেপাল যাচ্ছে টেনিস দল
আগামী ২০ থেকে ২৪ মে নেপালের কাঠমান্ডুতে এটিএফ অনূর্ধ্ব-১২ দলগত টুর্নামেন্ট মাঠে গড়াবে। এতে অংশ নিতে আগামীকাল সকালে নেপাল যাত্রা করছে ৮ সদস্যের বাংলাদেশ দল।
এই প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান অংশগ্রহণ করবে। অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় ও ক্যাপ্টেন অংশগ্রহণ করবে এই আসরে। স্বাগতিক নেপাল টেনিস এসোসিয়েশন খেলোয়াড়দের স্থানীয় যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ বহন করবে।
বাংলাদেশ এই টুর্নামেন্টে যাচ্ছে ৮ জন নিয়ে। বালক দলে আছেন অধিনায়ক দেবপ্রিয় দাস ঋষি, খেলোয়াড় জোবায়ের ইসলাম, মুহাম্মদ হায়দার, সৌরভ হোসেন ফাহিম। বালিকা দলে আছেন অধিনায়ক সাথী সরকার, খেলোয়াড় জান্নাত হাওলাদার, মাসতুরা আফরিন, সারা আল জসিম।
বাংলাদেশ দল ১৯ মে ২০২৪ সকাল ১০:১৫ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রতিযোগিতা শেষে দলটি ২৫ মে ২০২৪ দেশে ফিরবে। ইতোপূর্বে বাংলাদেশ বালক দল ২০১৭ ও ২০২৩ সালে রিজিওয়াল কোয়ালিফাইং রাউন্ড হতে ফাইনাল রাউন্ডে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছিল।