লেভারকুসেন এখন 'নেভারলুজেন'
যতদিন বায়ার লেভারকুসেন ক্লাবটি বেঁচে থাকবে, ততদিন ফুটবলপ্রেমিরা যেন ২০২৩-২৪ এর চলতি মৌসুমটা মনে রাখবে। রেকর্ড, কীর্তি, মাইলফলক- এই বিশেষণগুলো যেন লেভারকুসেনের নামের সঙ্গে এই মৌসুমে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রেকর্ড গড়ার এই যাত্রা বজায় রেখে এবার অনন্য কীর্তিতে নিজেদের নাম লেখাল জাবি আলোনসোর দল। শনিবার রাতে অগসবুর্গকে ২-১ গোলে হারিয়ে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করল বায়ার লেভারকুসেন।
চলতি মৌসুমে সব মিলিয়ে ৫১ ম্যাচে অপরাজিত আছে লেভারকুসেন। বায়ার লেভারকুসেন যেন এই মৌসুমে ‘নেভারলুজেন’। শব্দটির উৎপত্তি অবশ্য তাদের থেকেই হয়েছে। গত রাতে অপরাজিত মৌসুম শেষ করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের নতুন ডাকনাম দিয়েছে ‘বায়ার জিরোফোর নেভারলুজেন’।
লেভারকুসেনকে এবার হাতছানি দিচ্ছে নতুন মাইলফলক। নিজেদের অপরাজিত যাত্রা ৫৩-তে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের কাছে। যেটি হলে তাদের নামের পাশে বসে যাবে ট্রেবল খেতাব। আগামী ২২ মে ইউরোপা লিগের ফাইনালের আতালান্তার মুখোমুখি হবে জাবির শিষ্যরা। ২৫ মে জার্মান কাপের ফাইনালে কাইজারস্লাটার্নের বিপক্ষে লড়বে তারা।