মৌসুমের শেষ দুই ম্যাচে জুভেন্টাসের কোচ মন্টেরো

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:০১ পিএম | ১৯ মে, ২০২৪

আতালান্তাকে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা দিয়ে তিন বছরে এই প্রথম কোনো শিরোপা জিতল জুভেন্টাস। তবে এর দুদিন পরই বরখাস্ত হন তাদের প্রধান কোচ মাসসিমিলিয়ানো আল্লেগ্রি। শিরোপা জয়ের সেই ম্যাচটির সময় ও পরে আল্লেগ্রির বাজে আচরণের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ক্লাবটি। তবে লিগ মৌসুমে এখনো দুটি ম্যাচ বাকি সেরি আর লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটির। সেই দুই ম্যাচে তুরিনের ক্লাবটির কোচের দায়িত্বে থাকবেন পাওলো মন্টেরো। 

এক বিবৃতিতে আজ (রোববার) বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস। 

সেই বিবৃতিতে ক্লাব জানিয়েছে, ‘পাওলো একজন জুভেন্টাস কিংবদন্তি। প্রথমত মাঠে এবং তিনি এমন একজন যিনি দীর্ঘদিন ধরে ক্লাবের ডিএনএর বাহক ছিলেন। শুভেচ্ছা, পাওলো!’

মন্টেরো ১৯৯৬ থেকে ২০০৫ পর্যন্ত খেলেছেন জুভেন্টাসের হয়ে। ৯ বছরের সেই ক্যারিয়ারে চারটি সেরি আ শিরোপাও জিতেছেন সাবেক এই উরুগুইয়ান ডিফেন্ডার। 

মন্টেরো বর্তমানে জুভেন্টাস অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বেও আছেন। সঙ্গে তাদের সিনিয়র দলের মৌসুমের বাকি ম্যাচ দুটির দায়িত্বও পালন করবেন ৫২ বছর বয়সী এই কোচ। আগামীকাল জুভেন্টাসের ম্যাচ বোলোনিয়ার মাঠে এবং ২৬ মে ঘরের মাঠে তাদের মৌসুমের শেষ ম্যাচ মনসার বিপক্ষে।

খেলার দুনিয়া | ফলো করুন :