চড়া মূল্যে ব্রাজিলিয়ান তরুণকে দলে টানছে চেলসি 

চড়া মূল্যে ব্রাজিলিয়ান তরুণকে দলে টানছে চেলসি 

গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে কোল পালমারকে কিনে নেয় চেলসি। ক্লাবটির এবারের মৌসুমটা ভালো না কাটলেও ২২ বছর বয়সী এই তরুণ কেড়েছে নজর। ব্লুজদের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২২টি গোল ছাড়াও করেছেন ১০টি অ্যাসিস্ট। এতেই জিতেছেন মৌসুমে সেরা উদীয়মান তারকার খেতাব। পরের মৌসুমে তাই যেন তরুণ তারকা নির্ভর দল গড়তেই চাইছে চেলসি। এতেই পালমেইরাস থেকে এবার এস্তেভাও উইলিয়ানকে দলে ভেড়াতে প্রস্তুত তারা। 

১৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে নিতে ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির প্রাথমিক ফি হিসেবে ২৯ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৬ কোটি ৩০ লাখ টাকা) খরচ করার সম্মতিতে পৌঁছেছে চেলসি। এছাড়াও চুক্তিতে পারফরম্যান্স বিবেচনায় অ্যাড-অনের অপশনটিও রাখা হয়েছে। 

আরও একবার চড়া মূল্যে তরুণ খেলোয়াড় কেনার পথে চেলসি। এতে ফের আলোচনার শিরোনামে পরিণত হলেও চেলসির লক্ষ্য অনেকটা তরুণ নির্ভর দল সাজানোতেই।

সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে দলে ভিড়িয়েছে চেলসি। যাদের মধ্যে আছেন মধ্যে আন্দ্রে সান্তোস, ডেইভিড ওয়াশিংটন, অ্যাঞ্জেলো এবং কেন্ড্রি পায়েজ। তবে ১৭ বছর বয়সী ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড পায়েজ আগামী মৌসুমে চেলসিতে পাড়ি জমাবেন ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে থেকে। 

 

সম্পর্কিত খবর