প্রিমিয়ার লিগে আজই শেষ দিন ক্লপের

প্রিমিয়ার লিগে আজই শেষ দিন ক্লপের

চলে যাচ্ছ কেন? আর যাচ্ছ না কেন? একটা সময়ের পর দুইটা শব্দের মধ্যে দ্বিতীয়টাই বেশি শুনতে হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের কোচদের। তবে খুব কমের ভাগ্যেই জোটে ‘চলে যাচ্ছ কেন?’ বাক্যটা।

ইয়ুর্গেন ক্লপ তাদেরই একজন৷ বিদায়ের খবর অনেক আগেই জানিয়েছেন। তবে এমন বিদায় কেউই চাননি। কিন্তু ক্লপ যে এক কথারই মানুষ। ভালো করেই জানেন কখন থামতে হবে। রবিবার রাতে প্রিমিয়ার লিগের শেষদিন, উলভসের বিপক্ষে নামবে অল রেডস লিভারপুল।

শেষবারের মতো ক্লপ বসবেন লিভারপুল ডাগআউটে। বিদায়ের আগে বিষাদ অবশ্য তাকেও ছুঁয়েছে। এক ভিডিওবার্তা দিয়েছেন। সেখানে হয়েছেন ইমোশনালও।
‘এটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটা সপ্তাহ ছিল। বেদনা বা দুঃখবোধ ছাড়া যখন বিদায় নিতে হয়, তখন এর মানে হলো আমরা একসঙ্গে যে সময় কাটিয়েছিলাম, সেটা ভালো ছিল না। কিন্তু আমরা এখানে দারুণ সময় কাটিয়েছি। তাই বিদায়টা খুব কঠিন হবে।’

লিভারপুলের হয়ে এই জার্মান কোচের যাত্রা শুরু ২০১৫ সালে। সাড়ে আট বছরের এই অধ্যায়ে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন। সবচাইতে বড় ব্যাপার লিভারপুলের হারানো গৌরব পুনঃরুদ্ধার করেছেন, করিয়েছেন। পুরো মার্সিসাইড অঞ্চল হয়ে আছে ক্লপময়। সেই সাথে তার বিদায়ে যেনো পুরো শহর জুড়েই বিষাদের সুর।

জার্মানির ব্ল্যাক ফরেস্টের একজন থেকে ইউরোপের সর্বজয়ী ম্যানেজার। ক্লপের সর্বজয়ী ক্লপ হয়ে ওঠা কিংবা লিভারপুলের হারানো গৌরব পুনরুদ্ধারের সবগল্প - সাক্ষ্য দেখে ক্লপ ছিলেন অলরেড। থাকবেন । ফরেভার অলরেড। নিশ্চয়ই নিজেই গুন গুন করে বলবেন ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।

সম্পর্কিত খবর