ম্যানসিটির ইতিহাস, আর্সেনালের আক্ষেপ
জিতলেই শিরোপা-এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। সহজ সমীকরণকে আর জটিল বানায়নি তারা। ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ ইতিহাসে টানা চারবার শিরোপা জেতার কীর্তি নেই আর কারো।
টানা দ্বিতীয় মৌসুম ম্যানসিটিকে লিগ শিরোপার জন্য চ্যালেঞ্জ জানিয়েও সাফল্য পায়নি আর্সেনাল। শিরোপা জিততে হলে অবশ্যই মৌসুমের শেষ দিনে এভারটনকে হারাতে হত তাদের। সে কাজটা ঠিকঠাক করেছেও তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এভারটনকে ২-১ ব্যবধানে হারের স্বাদ দিয়েছে মিকেল আরতেতার দল। কিন্তু এরপরও রাজ্যের আক্ষেপ সঙ্গী গানারদের, কারণ গার্দিওলার সিটি মেশিন যে পা হড়কায়নি!
ওয়েস্ট হ্যামের মাঠে আর্সেনালের স্বপ্নে চিড় ধরাতে মোটে দুই মিনিট খরচ করে ম্যানসিটি। একদিন আগেই প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের খেতাব জেতা ফিল ফোডেন দুর্দান্ত এক বাঁকানো শটে ওয়েস্ট হ্যামের জালে বল জড়ান।
১৮ মিনিটে আবার ফোডেন-ম্যাজিক! জেরেমি ডকুর পাস ধরে নিখুঁত প্রথম প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন। ২-০।
যদিও বিরতির আগে এক গোল হজম করে কিছুটা অস্বস্তিতে পড়ে ম্যানসিটি। দারুণ এক ওভারহেড কিকে সিটিজেনদের হতভম্ব করে ব্যবধান কমান ওয়েস্ট হ্যামের মোহাম্মদ কুদুস।
বিরতির পর ৫৯ মিনিটে বক্সের বাইরে থেকে করা রদ্রির গোলে স্বস্তির দুই গোলের লিড ফিরে পায় গার্দিওলার দল। সে লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রেখে আনন্দ-উৎসবে মাতে সিটিজেনরা।
অন্যদিকে আরও একবার শিরোপার হাতছোঁয়া দূরত্বে থেকেও আক্ষেপে পোড়ে আর্সেনাল। গত মৌসুমে পাঁচ পয়েন্টের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের, এবার আক্ষেপ দুই পয়েন্টের।