ছিটকে গেলেন এদারসন, ব্রাজিল দলে যোগ হলেন আরও তিনজন 

ছিটকে গেলেন এদারসন, ব্রাজিল দলে যোগ হলেন আরও তিনজন 

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার টটেনহামের বিপক্ষে ম্যাচে বল ক্লিয়ারের সময় ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষে চোট পান ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক। চোখে আঘাত পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও পরে তাকে তুলে নেন কোচ পেপ গার্দিওলা। সেই চোটে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে সিটির শেষ দুই ম্যাচেও খেলতে পারেননি এদারসন। সেই চোটে এবার বড় ধাক্কা গেলেন তিনি। আগামী মাসে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন ৩০ বছর বয়সী তারকা গোলরক্ষক। 

এদারসনের বদলে ব্রাজিলের কোপা দলে ডাক পেয়েছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল। 

এই চোট ব্রাজিলকে ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএলের চোটে পড়েছিলেন নেইমার। সেই চোট সারিয়ে উঠতে সাধারণত আট থেকে নয় মাস সময় লাগে। পরে গত ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করেছিলেন কোপায় থাকছেন না নেইমার। এদিকে চোটে কারণে ব্রাজিলের কোপা দলে জায়গা মেলেনি রিচার্লিসনেরও। তাদের ছাড়াও পারফর্ম বিচারে কাসেমিরো, গাব্রিয়েল জেসুসের মতো তারকাদের ছাড়াই গত ১০ মে ২৩ সদস্যের কোপা দল ঘোষণা করে সেলেসাওরা। 

তবে টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এবারের কোপাতেও মোট ২৬ সদস্যের স্কোয়াড পাঠাতে পারবে দলগুলো। এতেই দরিভার জুনিয়রের দলে যোগ হলো আরও তিনজন।

এক এদারসন ছিটকে যাওয়ার পর এবার আরেক এদারসন এলেন দলে। অবশ্য তিনি আতালান্তার ২৪ বছর বয়সী ডিফেন্ডার এদারসন। প্রথমবারের মতো সেলেসাওদের দলে ডাক পেলেন তিনি। এছাড়া বাকি দুইজন জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমের ও পোর্তোর ফরোয়ার্ড পেপে। 

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপার এবারের আসর। যেখানে আগামী ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে গত আসরের রানার্স-আপরা। টুর্নামেন্টে গ্রুপ ‘ডি’ থেকে লড়বে ব্রাজিল। গ্রুপটির বাকি দুই দল কলম্বিয়া ও প্যারাগুয়ে। 

কোপা আমেরিকায় ব্রাজিলের বর্ধিত ও পরিবর্তিত দল:

গোলরক্ষক: আলিসন, রাফায়েল, বেন্তো।

ডিফেন্ডার: বেরালদো, এদের মিলিতাও, গাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো, ইয়ান কুতো, গিলের্মে আরানা, ওয়েন্দেল, এদারসন, ব্রেমের

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, দ্গলাস লুইস, জোয়াও গোমেস, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এনদ্রিক, ইভানিলসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও,  ভিনিসিয়ুস জুনিয়র, পেপে  

সম্পর্কিত খবর