প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড
১৯৯২ সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত ৩২টি মৌসুম শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের। ২০২৩/২৪ মৌসুমে শেষ দিনের চ্যালেঞ্জ জিতে গতকাল টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। এবারের মৌসুমটা ছিল পুরোদস্তুর গোল উৎসবের। গতকালের ১০ ম্যাচে মোট গোল হয়েছে ৩৭টি। এ নিয়ে এই মৌসুমে ৩৮০ ম্যাচে মোট গোলের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২৪৬টি। যা লিগের ৩২ বছরের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ।
প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি গোলের আগের রেকর্ডটি ছিল প্রথম আসরে, ১৯৯২-৯৩ সালে। তখন লিগে দল খেলত ২২টি। সেবার মোট গোল হয়েছিল ১ হাজার ২২২টি। এবার ২০২৪ সালে এসে ২৪ গোল বেশি নিয়ে নতুন রেকর্ড ১ হাজার ২৪৬ গোলের। সেটিও আবার ২০ দলের লিগে।
শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটিই করেছে মৌসুমের সবচেয়ে বেশি ৯৬ গোল। দুইয়ে থাকা আর্সেনাল করেছে ৯১ গোল এবং তালিকার তিনে থেকে মৌসুম শেষ করা লিভারপুল করেছে মোট ৮৬ গোল।
এদিকে তালিকার চারে থাকা নিউক্যাসল ইউনাইটেড গড়েছে নিজেদের গোলের নতুন রেকর্ড। চলতি মৌসুমে তারা জালে বল জড়িয়েছে মোট ৮৫বার। এছাড়া গোল সংখ্যার না চাওয়া রেকর্ড গড়েছে শেফিল্ড ইউনাইটেড। তারা এই মৌসুমে হজম করেছে সর্বোচ্চ ১০৪ গোল।