ফুটবলকে বিদায় বলছেন ক্রুস

ফুটবলকে বিদায় বলছেন ক্রুস

ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন জার্মানির সবশেষ বিশ্বকাপ জেতা দলের সদস্য টনি ক্রুস। নিজ দেশে আসন্ন ইউরোর পরই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে এই ঘোষণাটি দিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই তারকা। বিদায়ের দিনেও রিয়াল মাদ্রিদকে ভোলেননি তিনি। বললেন, ‘১৭ জুলাই, ২০১৪- রিয়াল মাদ্রিদে আমার পরিচিতির দিন। যে দিনটা আমার জীবনকে বদলে দিয়েছিল। ফুটবলার হিসেবে তো বটেই, তবে বিশেষ করে ব্যক্তি হিসেবে। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে নতুন একটা অধ্যায় শুরু হয়েছিল। ১০ বছর পরে সে অধ্যায় শেষ হয়েছে। একইসঙ্গে সক্রিয় ফুটবলার হিসেবেও আগামী ইউরোর পর আমার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি।’
মাদ্রিদের হয়ে জেতা চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যাটা আরও এক বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তার সামনে। আসছে ১ জুন ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবেন তিনি, যা ক্লাব ফুটবলে তার শেষ ম্যাচ। সে ম্যাচটায় শেষ হাসি হাসলে ৬ চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই বিদায় বলবেন তিনি।
পেশাদার ফুটবলে দলগত প্রায় সব শিরোপা জিতেছেন ক্রুস। রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের হয়ে ৭টি লিগ শিরোপা, দুটি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৬টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। এছাড়াও জার্মানিকে এনে দিয়েছেন অধরা ফুটবল বিশ্বকাপ শিরোপার স্বাদ।
তবে একটা জায়গায় খামতি থেকে গেছে তার। এত্তোএতো শিরোপা জিতলেও ইউরোটা জেতা হয়নি তার। সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল, ব্যস! বিদায়ী আসরটায় সে আক্ষেপটা ঘোচানোর সুযোগও পেয়ে যাচ্ছেন তিনি। ঘরের মাঠে বসছে এই আসর। বিদায়বেলায় সে অতৃপ্তিটাও কি ঘুচিয়ে যেতে পারবেন ক্রুস?

সম্পর্কিত খবর