রোনালদোকে নিয়ে ইউরো পুনরুদ্ধারের মিশনে পর্তুগাল
পর্তুগাল নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় শিরোপা ইউরো জিতেছিল ২০১৬ সালে। ক্রিশ্চিয়ানো রোনালদো সেবার ছিলেন দলের অধিনায়ক। সেই ৩৯ বছর বয়সী রোনালদোকে নিয়েই এবার ইউরো পুনরুদ্ধারের মিশনে নামছে পর্তুগিজরা।
আজ মঙ্গলবার কোচ রবার্তো মার্টিনেজ তার ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন ইউরো ২০২৪ এর জন্য। সে তালিকায় ইউরোয় ২৫ ম্যাচে রেকর্ড ১৪ গোল করা রোনালদো আছেন। তার দল আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা জিততে না পারলেও ৩৩ গোল আর ১১ অ্যাসিস্ট নিয়ে ব্যক্তিগত রেকর্ডের ঝুলিটা ভালোভাবেই সমৃদ্ধ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
তার বিষয়ে রবার্তো মার্টিনেজ বলেন, ‘ক্রিশ্চিয়ানো? পরিসংখ্যান নিয়ে কথা বলাটাই বোধ হয় ভালো হবে। সে এমন একজন খেলোয়াড় যে ৪১ ম্যাচে ৪২ গোল করেছে তার ক্লাবের হয়ে। এটাই প্রমাণ যে তার ধারাবাহিকতা আর সবসময় ফিট থাকার শারীরিক সক্ষমতার; সঙ্গে তার গোলের সামনে থাকারও, যা আমরা পছন্দ করি, এমন কাউকে আমাদের প্রয়োজনও।’
রোনালদো অবশ্য এই দলের একমাত্র ‘বুড়ো’ নন। তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ পেপেও আছেন এই তালিকায়। ৪১ বছর বয়সী এই সেন্টারব্যাক প্রতিযোগিতার সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ও বনে যাচ্ছেন। ২০১৬ আসরে গাবর কিরালির গড়া রেকর্ড পেছনে ফেলবেন তিনি।
তার বিষয়ে মার্টিনেজের ভাষ্য, ‘পেপের ভূমিকাটাও ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ। যেভাবে সে জাতীয় দলের জার্সিটার প্রতিনিধিত্ব করে, তার কারণে। আমি মনে করি অনুশীলন ক্যাম্পে ফুটবল একটা চলমান সংগ্রামের নাম। মার্চে সে দুটো ম্যাচ খেলেছে। দুটোতেই সে ক্লিনশিট রেখেছে। তার যোগাযোগ, পজিশনিং জানান দেয় তার সে ফিট, আর সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও। ’
ইউরো ২০২৪ এবার জার্মানিতে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুন থেকে শুরু করে ১৪ জুলাই পর্যন্ত চলবে ২৪ দলের এই আসর। পর্তুগাল আছে গ্রুপ ‘এফ’ এ। সে গ্রুপে তাদের সঙ্গী তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও জর্জিয়া।
পর্তুগালের স্কোয়াড–
গোলরক্ষক– ডিওগো কস্তা, জোসে সা, রুই প্যাট্রিশিও।
ডিফেন্ডার– অ্যান্টোনিও সিলভা, দানিলো পেরেইরা, ডিওগো ডালোট, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নেলসন সেমেডো, নুনো মেন্ডেস, পেপে, রুবেন ডিয়াজ।
মিডফিল্ডার– ব্রুনো ফের্নান্দেজ, জোয়াও নেভেস, জোয়াও পালিনিয়া, অটাভিও মন্টেইরো, রুবেন নেভেস, ভিতিনিয়া।
ফরোয়ার্ড– বের্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিওগো জটা, ফ্রান্সিসকো কনসেইকাও, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও।