ইংল্যান্ডের ইউরো দলে একাধিক চমক

ইংল্যান্ডের ইউরো দলে একাধিক চমক

সবশেষ আসরে ইংল্যান্ড ইউরোপসেরা হওয়ার খুব কাছে গিয়েও শিরোপা জিততে পারেনি। সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স আপ হয়ে। সেই ইংল্যান্ড দল এবার শিরোপাজয়ের মিশনেই যে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই লক্ষ্য নিয়ে আজ কোচ গ্যারেথ সাউথগেট দিয়েছেন ৩৩ সদস্যের প্রাথমিক দল। সেই স্কোয়াডে আছে দুই চমক।
গেল বারের ইউরো তো বটেই, গেল বিশ্বকাপেও দলের হয়ে নিয়মিত পারফর্ম করেছেন রাহিম স্টার্লিং আর মার্কাস রাশফোর্ড। সেই দুই জনকে বাদ দিয়ে দিয়েছেন কোচ সাউথগেট। তাদের বাদ দিয়ে তারুণ্যকে প্রাধান্য দিয়ে দল গড়েছেন তিনি।
ইংলিশরা অবশ্য এই দলকে ইউরোর প্রাথমিক স্কোয়াড বলছে না। বলছে প্রাক-ইউরো অনুশীলন ক্যাম্প স্কোয়াড।
এই দলে আছেন সদ্যসমাপ্ত প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড় ফিল ফোডেন, সেরা উদীয়মান ফুটবলার কোল পালমার। এছাড়াও আছেন এবার ব্যালন ডি’অরের আলোচনায় থাকা জুড বেলিংহ্যাম। সঙ্গে আছেন আর্সেনালের হয়ে দারুণ মৌসুম কাটানো বুকায়ো সাকাও। সঙ্গে যোগ করুন অধিনায়ক ও বায়ার্ন মিউনিখে খেলা গোলমেশিন হ্যারি কেইনকে। ফলে ইংলিশদের আক্রমণভাগকে এবারের ইউরোরই অন্যতম সেরা বলে দেওয়া চলে।
ডেকলান রাইস, কনর গ্যালাঘারদের সঙ্গে তরুণ কোবি মাইনুদের নিয়ে গড়া মাঝমাঠ, আর হ্যারি ম্যাগুয়ের, কাইল ওয়াকার, জন স্টোনস, কিয়েরান ট্রিপিয়ারদের নিয়ে গড়া রক্ষণকেও নেহায়েত দুর্বল বলার জো নেই। ফলে এবারের ইংল্যান্ডকেও বলতে হচ্ছে আসরের অন্যতম ফেভারিট।
ইংল্যান্ডের ৩৩ সদস্যের দল
গোলকিপার: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, অ্যারন রামসডেল, জেমস ট্র্যাফোর্ড
ডিফেন্ডার: জ্যারাড ব্রান্থওয়েট, লুইস ডাঙ্ক, জো গোমেজ, মার্ক গুয়েহি, এজরি কনসা, হ্যারি মাগুয়ের, জ্যারেল কোয়ানসা, লুক শ, জন স্টোনস, কিয়েরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার
মিডফিল্ডার: ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, কনর গ্যালাঘার, কার্টিস জোনস, কোবি মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম হোয়ারটন
ফরোয়ার্ড: জুড বেলিংহ্যাম, জ্যারড বোয়েন, এবেরেচি এজে, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, জেমস ম্যাডিসন, কোল পালমার, বুকায়ো সাকা, ইভান টনি, ওলি ওয়াটকিন্স

সম্পর্কিত খবর