মোহামেডান কঠিনেরেই বেসেছে ভালো
৩০ মে ২০২৩। দিনটাকে কী করে ভুলবেন আলফাজ আহমেদ? আবাহনীকে মহাকাব্যিক এক ফাইনালে হারিয়ে ফেডারেশন কাপ জেতার, দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর, নতুন প্রজন্মকে মোহামেডানের আগমনী বার্তা শোনানোর এক দিন যে ছিল সে দিন!
তার প্রায় এক বছর পর আবারও এক ফেডারেশন কাপ ফাইনাল। আবারও ফাইনালে মোহামেডান। এবার অবশ্য প্রতিপক্ষ আরও কঠিন। বাংলাদেশ ফুটবলের ‘সুপার পাওয়ার’ বসুন্ধরা কিংস।
বসুন্ধরা শেষ ছয় মৌসুম ধরে বাংলাদেশ ফুটবলে আছে ‘রাজা’ হয়ে। টানা পাঁচ লিগ শিরোপা সে কথার সপক্ষে সাক্ষ্য দিচ্ছে। তবে সেই দলটাকে কী করে বশে আনা যায়, সে প্রস্তুতিটা কোচ আলফাজ সেরেই রেখেছেন। আজ তিনি জানালেন, ‘বসুন্ধরা কিংস ভাল দল। তাদের কয়েকজন মানসম্পন্ন বিদেশী ফুটবলার আছে। তাদের নিয়ন্ত্রনের জন্য আমার দলের খেলোয়াড়দের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। আশা করছি, ভালকিছু করতে পারব আমরা।’
ফাইনালের মতো মঞ্চে বসুন্ধরাকে হারানোর কাজটা সহজ নয় আদৌ। কোচ আলফাজ আহমেদও তা জানেন ভালোভাবেই। মৌসুম শুরুর স্বাধীনতা কাপেই তো মোহামেডানের শিরোপা জেতার সুযোগ ছিল। কিন্তু তা শেষমেশ পারেনি দলটা, সেবার এগিয়ে গিয়েও শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছিল সাদা-কালোদের।
তবে মোহামেডান কোচ জানালেন, সেই কঠিনেরেই তার দল বেসেছে ভালো। নিজেদের ওপর বিশ্বাস রেখে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে মুখিয়ে আছে মোহামেডান। তিনি বলেন, ‘মোহামেডানের খেলোয়াড়রা শ্রম-ঘাম দিয়ে কিছু ক্ষেত্রে নিজেদের সেরা প্রমাণ করেছে। আমরা আরও একবার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নামব। কাজটা কঠিন, কিন্তু আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি।’
মোহামেডানকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের চোটহীন চনমনে স্কোয়াড। আলফাজের কথা, ‘কোন ইনজুরি নেই, কারোর অসুস্থতা নেই। পুরো স্কোয়াড নিয়ে আমরা তৈরী। খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভবে যেকোন চ্যালেঞ্জ গ্রহণের জন্য তৈরী।’
চলতি মৌসুমে স্বাধীনতা কাপ হোক বা প্রিমিয়ার লিগ, দুই দলের লড়াই রোমাঞ্চ কম ছড়ায়নি। কাল ফেড কাপের ফাইনালের মঞ্চ কোন রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছে, সে প্রশ্নের জবাব মিলবে কাল বিকেলে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে।