এক মৌসুম পরই চেলসি ছাড়লেন পচেত্তিনো
গেল মৌসুমে বেশ ঘটা করেই মরিসিও পচেত্তিনোকে কোচ করে এনেছিল চেলসি। তবে ১২ মাস না যেতেই তাকে ছেড়ে দিচ্ছে চেলসি। গতকাল ক্লাবটি জানিয়েছে পারস্পরিক সম্মতিতে চেলসি ছেড়ে যাচ্ছেন আর্জেন্টাইন এই কোচ।
৫২ বছর বয়সী পচেত্তিনো গেল বছরের ১ জুলাই চেলসির দায়িত্বে এসেছিলেন। তার হাতে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছিল, সঙ্গে ছিল আরও ১২ মাসের জন্য চুক্তি নবায়নের সুযোগও। তবে তার অর্ধেকই পূরণ করতে পারলেন না তিনি।
মৌসুমের শুরুর অর্ধটা চেলসির বেশ টালমাটাল অবস্থায় কেটেছে। তাতেই পচেত্তিনো চাপে পড়ে গিয়েছিলেন। তবে শেষ দিকে টানা পাঁচ জয়ের ফলে তার দল প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছে। ফলে আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগে খেলতে পারবে দলটা। গেল মৌসুমে এফএ কাপের সেমিফাইনাল ও কারাবাও কাপের ফাইনালে খেলেছিল চেলসি।
বিদায় বেলায় পচেত্তিনো চেলসিকে ধন্যবাদই জানিয়েছেন। বলেছেন, ‘চেলসির মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। ক্লাবটা এখন আসন্ন মৌসুমগুলোতে প্রিমিয়ার লিগ ও ইউরোপে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।’
তার বিদায়ের ফলে চেলসিকে এখন নতুন কোচের সন্ধানে নেমে পড়তে হবে। ইপসউইচ টাইনের কোচ কিয়েরান ম্যাকেনা, স্পোর্টিং লিসবনের রুবেন আমরিম, আর বার্নলির ভিনসেন্ট কোম্পানির প্রতি আগ্রহ আছে ক্লাবটিতে। সাবেক কোচ জোসে মরিনিও কিংবা থমাস টুখেলদের ফেরার সম্ভাবনা নেই, কারণ ক্লাব তরুণ কোচদের চাইছে এই জায়গায়।
পচেত্তিনো শেষ ছয় মৌসুমে পঞ্চম কোচ ছিলেন চেলসির। তাকে বিদায় দিয়ে চেলসির ক্রীড়া পরিচালকরা জানিয়েছেন, ‘চেলসির সবার পক্ষ থেকে মরিসিও পচেত্তিনোকে এই মৌসুমের সার্ভিসের জন্য ধন্যবাদ জানাই। তার জন্য স্ট্যামফোর্ড ব্রিজের দুয়ার যে কোনো সময় খোলা; তার ভবিষ্যৎ কোচিং ক্যারিয়ারের জন্য রইল শুভকামনা।’