শিরোপা বুভুক্ষু আতালান্তার সামনে এবার ‘নেভারলুজেন’

শিরোপা বুভুক্ষু আতালান্তার সামনে এবার ‘নেভারলুজেন’

দুই দলের কারোই ইতিহাসটা খুব বেশি সমৃদ্ধ নয়। একটা দল চলতি মৌসুমের আগে ১১৯ বছরের ইতিহাসে মেজর ট্রফি জিতেছে মোটে দুটো। অন্যদিকে অন্য দলটা শিরোপা জেতেনা ৬১ বছর ধরে। ইউরোপা লিগের ফাইনালে আজ মুখোমুখি সেই দুই দল, বেয়ার লেভারকুজেন আর আতালান্তা।
লেভারকুজেন অবশ্য একটা অপেক্ষা শেষ করেই ফেলেছে। বুন্ডেসলিগার চ্যাম্পিয়ন হয়েছে অপরাজিত থেকে। এই শিরোপা জিতে দলটা কাটিয়ে ফেলেছে নিজেদের ৩১ বছরের শিরোপাখরা।।
তবে আরও একটা খরা আজ ঘুচিয়ে ফেলতে চাইবে কোচ জাবি আলনসোর দল। বেয়ার লেভারকুজেনের ট্রফি কেসে এমনিতেই শিরোপার সংখ্যা খুব কম। মানদণ্ডটা যখন এসে ঠেকে ইউরোপিয়ান সাফল্যে, তখন তা আরও কম, মোটে একটা। সে সবেধন নীলমণি উয়েফা কাপটা লেভারকুজেন জিতেছিল ১৯৮৮ সালে, ১৮ মে। ৩৬ বছরের অপেক্ষা আজ ঘুচিয়ে ফেলার দিন।
এমন পরিস্থিতিতে তাদের পক্ষে কথা বলছে তাদের সাম্প্রতিক ফর্ম। ৫১ ম্যাচ ধরে জাবির বেয়ার লেভারকুজেন হারে না। কত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে দলটা, কিন্তু হারের মুখ শেষ এক বছর ধরে দেখেনি দলটা।
সেই দলটারই মুখোমুখি আজ আতালান্তা। লেভারকুজেনের তাও একটা ইতিহাস আছে ইউরোপীয় ট্রফি জেতার। আতালান্তার তো তাও নেই! নিজেদের ইতিহাসেই দলটা জিতেছে মোটে একটা শিরোপা। তাও সেটা আজ থেকে ৬১ বছর আগে, ১৯৬২-৬৩ মৌসুমের কোপা ইতালিয়া। এর আগে পরে আর একটা শিরোপাও জিততে পারেনি বের্গামোর এই ক্লাব।
খুব কাছাকাছি চলে গিয়েছিল বটে। চলতি মৌসুমের কোপা ইতালিয়া জেতার কাছাকাছি চলে গিয়েছিল দলটা। ফাইনালে দলটা মুখোমুখি হয়েছিল জুভেন্টাসের। সেই ফাইনালে গেল বৃহস্পতিবার দুসান ভ্লাহোভিচের একমাত্র গোলের জবাবটা আতালান্তা দিতে পারেনি। ফলে শিরোপার ক্ষুধাটা আরও এক সপ্তাহের জন্য বেড়ে গিয়েছে দলটার।
শেষমেশ কার ক্ষুধাটা মিটবে এসে? ৬১ বছর ধরে শিরোপা না জেতা আতালান্তা, নাকি ৫১ ম্যাচ ধরে হারতে ভুলে যাওয়া বেয়ার ‘নেভারলুজেনের’? জবাবটা মিলবে আজ রাতে, ডাবলিনের আভিভা স্টেডিয়ামে।

সম্পর্কিত খবর