টাইব্রেকারে ৫৬ শটের নতুন বিশ্বরেকর্ড 

টাইব্রেকারে ৫৬ শটের নতুন বিশ্বরেকর্ড 

টাইব্রেকারে নির্ধারিত শট থাকে পাঁচটি। সেই পাঁচ শটে ম্যাচ নিষ্পত্তির ফলাফল না হলে আরও ৫ থেকে ১০টি বাড়তি শটের নজর মিলেছে বহুবার। তবে এবার ম্যাচের ফলাফল আনতে দুই দল মিলিয়ে শট নিতে হয়েছে মোট ৫৬টি। যা স্বীকৃত ফুটবলে টাইব্রেকারে মোট শট নেওয়ার নতুন বিশ্বরেকর্ড। 

এমন কাণ্ড ঘটেছে ইসরায়েলের ক্লাব ফুটবল তৃতীয় বিভাগে সেমি-ফাইনাল প্রমোশনের প্লে-অফ ম্যাচে। শিমসন তেল আবিব ও এফসি দিনোমোর মধ্যকার ম্যাচটির মূল ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষ হয় ২-২ ড্রয়ে। 

পরে ম্যাচ টাইব্রেকারে গড়ালে দুল দুটি ২৮টি করে মোট ৫৬টি শট নেয়। সেখানে ২৩-২২ ব্যবধানে ম্যাচ জেতে দিনোমো। 

টাইব্রেকারে সর্বোচ্চ শটের আগের রেকর্ডটি ছিল ২০২২ সালের মার্চে, ইংলিশ ক্লাব ফুটবলে। আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপের এক ম্যাচে টাইব্রেকারে বেডলিংটনকে ২৫-২৪ ব্যবধানে হারিয়েছিল ওয়াশিংটন। সেবার দুল দুটি মিলিয়ে মোট শট নিয়েছিল ৫৪টি। 

ইংল্যান্ড ক্লাব ফুটবলের আগের রেকর্ডটি ছিল ২০০৫ সালে। নামিবিয়ান কাপে কেকে প্যালেস ও দ্য সিভিক্সের মধ্যকার সেই ম্যাচটির টাইব্রেকারে মোট শট ছিল ৪৮টি এবং ১৭-১৬ ব্যবধানে ম্যাচটি জিতেছিল কেকে প্যালেস। নামিবিয়ান কাপে গড়া সেই বিশ্বরেকর্ড ১৭ বছর পর এসে ভাঙে ইংল্যান্ড। তবে ইংলিশদের সেই রেকর্ড টিকলো না দুই বছরও। 

সম্পর্কিত খবর