ম্যাচটা ছিনিয়ে নেওয়া হয়েছে, আলফাজের অভিযোগ

ম্যাচটা ছিনিয়ে নেওয়া হয়েছে, আলফাজের অভিযোগ

আর মাত্র ৪ মিনিট বসুন্ধরা কিংসকে রুখে দিতে পারলেই হয়তো মৌসুমের প্রথম শিরোপাটা নিজেদের ঘরে তুলতে পারত মোহামেডান। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। ৮৬ মিনিটে ম্যাচ ফেরার পর এক্সট্রা টাইমে আরও এক গোল হজম করে ২-১ গোলে হেরেছে মোহামেডান। যদিও বসুন্ধরার ম্যাচ জয়ী গোলটি নিয়ে হয়েছে বিতর্ক। ম্যাচ শেষে যা নিয়ে আরও এক দফা ক্ষোভ ঝেড়েছেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তার।

এদিন ম্যাচের যোগ করা সময়ের ১০৬ মিনিটের মাথায় গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেন জাহিদ হোসেন। তবে সেটি নিয়েই বাধে যত বিপত্তি। মোহামেডানের দাবি, রবসনের নেওয়া কর্নার থেকে আসা বল যখন বাতাসে, ঠিক তখনই গোলকিপার সুজন হোসেনকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। সেই সুযোগেই গোল করে দলকে এগিয়ে নিয়েছেন জাহিদ। এ নিয়ে মাঝে মিনিট দশেক বন্ধও রাখতে হয়েছে ম্যাচ। পরে অবশ্য ফের মোহামেডান মাঠে নামলে শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচ শেষে সেই গোল নিয়েই রেফারির দিকে পক্ষপাতিত্বের আঙুল তুলেছেন আলফাজ, ‘ম্যাচটা রীতিমতো ছিনিয়ে নেওয়া হলো। মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করা যায় ফুটবল খেলে, কিন্তু ফুটবল মাঠেই এত কিছুর বিরুদ্ধে লড়াই করা যায় না। সুজনকে ওই গোলের সময় পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল।’

মোহামেডানের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে আলফাজ বলেন, ‘এই ম্যাচে আমার দলের খেলোয়াড়েরা খুবই ভালো খেলেছে। বাজে একটা সিদ্ধান্তই আমাদের কাছ থেকে ম্যাচে ছিনিয়ে নিল।’

সম্পর্কিত খবর