লেভারকুজেন ৫১-তে আউট, ৬১ বছরে প্রথম শিরোপা আতালান্তার
৫১ ম্যাচ ও ৩৬১ দিন পর অবশেষে থামল বায়ার লেভারকুজেনের অপরাজিত যাত্রা। একের পর রেকর্ড, কীর্তি ও মাইলফলক নিজেদের ঝুলিতে ভরে পুরো মৌসুমটাই অপরাজিত যাত্রায় শেষ করার পথে ছিল জাবি আলোনসোর দলটি। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব থামিয়ে বুন্দেসলিগা শিরোপার পর মৌসুমের শেষ দুটি ম্যাচও ছিল শিরোপা সম্ভাবনার। এতেই ট্রেবলের আশা নিয়েই গত রাতে ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার বিপক্ষে নেমেছিল লেভারকুজেন। তবে ‘দ্য কোম্পানিস এলেভেন’ খ্যাত দলটির ট্রেবলের স্বপ্ন ও অপরাজিত যাত্রা দুটিই থামিয়ে ৩-০ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ইতালিয়ান ক্লাবটি।
এতে ৬১ বছরে এই প্রথম কোনো শিরোপার স্বাদ পেল আতালান্তা। এর আগে ১৯৬৩ সালে ইতালিয়ান কাপে তোরিনোকে হারিয়ে শিরোপা জিতেছিল ক্লাবটি।
আয়ারল্যান্ডের আভিভা স্টেডিয়ামে গত রাতের ম্যাচটির জয়ের নায়ক এক নাইজেরিয়ান উইঙ্গার। ম্যাচের ১২, ২৬ ও ৭৫তম মিনিটে একাই তিনটি গোল করে দলের পাঁচ যুগেরও বেশি সময় পর কোনো শিরোপা নিশ্চিত করেন আদেমোলা লুকমান। এতে ক্লাব ইতিহাসে প্রথম কোনো ইউরোপিয়ান শিরোপা জিতল আতালান্তা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য লেভারকুজেনের থাকেলও আক্রমণে এগিয়ে ছিল আতালান্তাই। এতে ম্যাচের দ্বাদশ মিনিটেই গোল খেয়ে বসে সম্প্রতি ‘নেভারলুজেন’ তকমা পাওয়া জার্মান চ্যাম্পিয়নরা। পরে ম্যাচের ২৬তম মিনিটে দুই ডিফেন্ডারের পাশ কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন লুকমান।
তবে এর আগে চলতি মৌসুমেই চার ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকার পরও ঘুরে দাঁড়িয়েছিল লেভারকুজেন। অবশ্য এবার আর সেটি হলো না। ম্যাচের ৭৫তম মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের হারের কফিনে শেষ পেরেকটিও মারেন লুকমান। পূর্ণ করেন হ্যাটট্রিক। এবং দলকে উপহার দেন ঐতিহাসিক শিরোপাজয়ী ম্যাচ।
অপরাজিত যাত্রা থামলেও সামনে আরও একটি শিরোপার হাতছানি লেভারকুজেনের। দুদিন বাদেই আগামী ২৫ মে ডিএফবি-পোকালের (জার্মান কাপ) ফাইনালে কাইজারস্লাটার্নের বিপক্ষে লড়বে তারা।