নেইমার মাঠে ফিরবেন কবে?
ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন তিনি। ‘ছিলেন’ বলতেই হচ্ছে, কারণ নেইমার যে চোটের কারণে বহুদিন ধরে মাঠের বাইরে; আর তার দল ব্রাজিলও যে ‘মুভ অন’ করার পথে আছে, কোপা আমেরিকায় তাকে ছাড়াই খেলতে হবে দলটাকে।
তবে নেইমারের মাঠে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘায়িতই হতে যাচ্ছে বলে ধারণা তার দলের কোচ হোর্হে হেসুসের। তার লিগামেন্টের চোট কাটিয়ে মাঠে ফিরতে সময় লাগবে আরও, সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
সামনে দুই আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সে দলে ঢোকার মতো পরিস্থিতিতেই নেই নেইমার। তিনি আপাতত ব্যস্ত আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। সে প্রক্রিয়া কবে শেষ হবে, তা নিয়েই প্রশ্ন ধেয়ে গিয়েছিল তার দল আল হিলালের কোচের কাছে। জবাবে তিনি যা বলেছেন, তাতে নেইমার-ভক্তদের কষ্টই পাওয়ার কথা।
হেসুস বলেছেন, ‘নেইমারকে সেরে উঠতে সময় বেধে দেওয়া হয়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে ১১-১২ মাস সময় লেগে যায়। সে হিসেবে আগামী মৌসুমের শুরুতে প্রাক-মৌসুম প্রস্তুতিতে তাকে পাওয়া যাবে না।’
চলতি মৌসুমে নেইমার আল হিলালের হয়ে ৫ ম্যাচে খেলেছেন। এরপরই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তার। গেল ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তার কোপা খেলার সম্ভাবনা নেই বলে জানান। নেইমার এখনও মাঠে ফিরতে পারেননি। চলতি মৌসুম শেষের দিকে। কোচের কথা থেকে জানা গেল, নেইমার আগামী মৌসুমের শুরুতে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও থাকতে পারবেন না নেইমার। ফলে তার ও তাকে দেখতে তার ভক্তদের অপেক্ষা বাড়ল আরও একটু।