ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
নেপালে চলছে এটিএফ অ-১২ টেনিস চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।
প্রতিযোগিতার চতুর্থ দিনে আজ বাংলাদেশের বালিকা দল শ্রীলংকার বিপক্ষে ০-৩ গেমে এবং বালক দল ০-৩ গেমে পাকিস্তানের কাছে হারে। বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ১-৬, ৬-৪, ২-৬ গেমে শ্রীলংকার অং সানুথি লিয়াং এর কাছে এবং জান্নাত হাওলাদার ২-৬, ০-৬ গেমে হিওয়া সাহানসা দামসিলুনির কাছে হারে।
বালিকা দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৪টি ম্যাচ খেলে ২টিতে মালদ্বীপ ও নেপালের বিপক্ষে জিতেছে। হেরেছে দুই ম্যাচে, ভারত ও শ্রীলংকার কাছে। ফলে বালিকা দল তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে।
বালক এককের প্রথম ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ১-৬, ১-৬ গেমে পাকিস্তানের রশিদ আলীর নিকট এবং বাংলাদেশের মো: জোবায়ের ইসলাম ১-৬, ০-৬ গেমে পাকিস্তানের মোহাম্মদ সাইয়ান এর কাছে হারে।
দ্বৈতের খেলায় বাংলাদেশের ফাহিম হোসেন সৌরভ ও মো: জোবায়ের ইসলাম জুটি ০-৩ গেমে পাকিস্তানের কাছে হেরে যায়। আগামীকাল বাংলাদেশ বালক দল তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।