ইউরো দিয়েই আন্তর্জাতিক ফুটবল ছাড়বেন জিরু

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৩০ পিএম | ২৪ মে, ২০২৪

আসন্ন ইউরো দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরু।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের সঙ্গে আলাপে জিরু অবসরের ঘোষণা দিয়ে বলেন, ‘লা ব্লু’র সঙ্গে এটাই (ইউরো) হবে আমার শেষ প্রতিযোগিতা। আমি (ফ্রান্সের জার্সিতে) খেলা অনেক মিস করব।’

আন্তর্জাতিক ফুটবলকে এ সময়ে বিদায় জানানোর সিদ্ধান্তের পেছনের ভাবনা জানিয়ে জিরু যোগ করেন, ‘তরুণদের জায়গা করে দিতে হবে। আপনি যেন খুব বেশি সময় কোনো কিছু আঁকড়ে ধরে না থাকেন, সে বিষয়েও সতর্ক হতে হবে। সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটা জরুরি।’

ফ্রান্সের জার্সিতে ১৩১ ম্যাচ খেলে ৫৭ গোল করেছেন জিরু। গত বিশ্বকাপে থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড গুঁড়িয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা বনে যান এই স্ট্রাইকার।

যদিও ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ অভিযানে ৪৬৫ মিনিট খেলে কোনো গোল না করে আলোচনার খোরাক হয়েছিলেন। কাতার বিশ্বকাপে অবশ্য চারবার জাল খুঁজে পেয়েছিলেন, তবে সেবার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের।

ক্লাব ফুটবলকে অবশ্য এখনই বিদায় বলছেন না ৩৭ বছর বয়সী জিরু। যদিও আগামী মাসেই ইউরোপীয় ফুটবলের পাট চুকাচ্ছে তার। এসি মিলানের সঙ্গে চুক্তি শেষের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিকে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইউরোর পর দেড় বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দেবেন এই ফরাসি তারকা ফুটবলার।

খেলার দুনিয়া | ফলো করুন :