মৌসুম শেষেই দায়িত্ব ছাড়ছেন এসি মিলান কোচ
চলতি ২০২৩-২৪ মৌসুম শেষেই এসি মিলানের ডাগ-আউটকে বিদায় বলতে যাচ্ছেন স্টেফানো পিওলি। ‘দ্য ডেভিল’ খ্যাত দলটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও দুই পক্ষের সমঝোতায় এক মৌসুমে আগেই দায়িত্ব ছাড়ছেন এই ৫৮ বছর বয়সী ইতালিয়ান কোচ।
২০১৯ সালে এসি মিলানের কোচ হয়ে আসেন পিওলি। সেরি আর তৃতীয় সর্বোচ্চ ১৯টি শিরোপাজয়ী এই ক্লাবটির সঙ্গে তার পাঁচ বছরের যাত্রা শেষ হতে চলেছে আগামীকাল (শনিবার)। সালেরনিতানার বিপক্ষে মৌসুমের সবশেষ ম্যাচে নামবে স্টেফানো পিওলির দল।
চলতি মৌসুমে শেষ ম্যাচে নামার আগেই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান পাকাপোক্ত হয়েছে এসি মিলানের। তবে পয়েন্ট বিবেচনায় শীর্ষে থাকা চ্যাম্পিয়ন শহুরে প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান আছে যোজন যোজন দূরে। ৩৭ ম্যাচে এসি মিলানের ৭৪ পয়েন্টের বিপরীতে ইন্টারের পয়েন্ট ৯৩।
তবে এই পিওলির হাত ধরেই ২০২১-২২ মৌসুমে ১১ বছর পর লিগ শিরোপা জিতেছিল এসি মিলান।
পিওলির বিদায় নিশ্চিতের পর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এসি মিলানকে পুনরায় ইউরোপের শক্তিশালী দল হিসেবে ফিরিয়ে আনার জন্য পিওলিকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি।