বার্সার চাকরি হারালেন জাভি, দায়িত্ব নেওয়ার পথে ফ্লিক
গত জানুয়ারিতেই বার্সাকে বিদায় জানিয়ে দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। বলেছিলেন মৌসুম শেষেই বার্সা ছাড়ছেন তিনি। তবে এপ্রিলে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে বদল আনেন জাভি। এরপর সব ঠিকঠাকই চলছিল। ২০২৫ সাল পর্যন্ত বার্সাতেই থাকার কথা ছিল সাবেক এই বার্সা তারকার।
তবে মাঝে ফের বিপত্তি বাধান বার্সার আর্থিক সংগ্রামের বিষয়ে মুখ খুলে। যা সহজভাবে নেয়নি লাপোর্তা। শেষমেশ জাভিকে বিদায় জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় বার্সা। এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে জাভিকে বিদায় জানিয়ে দিয়েছে বার্সা।
২০২১ সালে দায়িত্ব নেওয়া জাভিকে বিদায়ী বার্তায় বার্সা লিখেছে, ‘এফসি বার্সেলোনা জাভিকে কোচ হিসেবে তার কাজের জন্য, সেইসাথে একজন খেলোয়াড় এবং দলের অধিনায়ক হিসেবে তার অনবদ্য ক্যারিয়ারের জন্য ধন্যবাদ জানাতে চায়। বার্সা তার ভবিষ্যতের সাফল্য কামনা করে।’
কেবল জাভিকেই বিদায় করেনি ক্লাবটি। এরমধ্যে নতুন কোচকেও ঠিক করে ফেলেছে তারা। যেখানে নাম এসেছে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিকের। গত সেপ্টেম্বরে বায়ার্ন ফ্লিককে বরখাস্ত করলেও ক্লাবটির হয়ে অনেক সাফল্য আছে তার। ২০২০ সালে বায়ার্নকে ট্রেবল জেতানোসহ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি আছে ৫৯ বছর বয়সী ফ্লিকের।