কোপার আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন কেইলর নাভাস
তার নৈপুণ্যেই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছিল কোস্টা রিকা। ফুটবল বিশ্ব দরবারে দেশটির অবদান খুব একটা না থাকলেও কেইলর নাভাসকে সবাই চিনেছিল আলাদাভাবেই। ক্লাব ফুটবলেও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সামনেই কোপা আমেরিকার যুক্তরাষ্ট্র আসর। তার আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক।
কোস্টা রিকার কোপা দলে নাভাস থাকবেন কি-না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল আলোচনা। এবার তা এক সিদ্ধান্তেই থামিয়ে দিলেন নাভাস।
গত মার্চে প্রীতি ম্যাচে মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলেন নাভাস। সেটিই হয়ে থাকলো তার জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দলের জার্সিটি তুলে রাখার ঘোষণা দেন নাভাস। সেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘জীবনের এই অধ্যায়ের শেষ হতে যাচ্ছে। হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছি। এবং আগামী দিনগুলোতে মনে সবসময়ই প্রিয় কোস্টা রিকার নামটি আগলে রাখব।’
২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে আগমন ঘটে নাভাসের। তিনটি বিশ্বকাপে অংশগ্রহণসহ জাতীয় দলের হয়ে মোট ১১৪টি ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিলেও ক্লাব ফুটবল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি নাভাস। তবে জীবনের কোনো এক মুহূর্তে কোস্টা রিকার হয়ে আবারও মাঠ মাতাতে চান তিনি। ‘অনুভূতিটা অম্লমধুর। যেটি মেনে নেওয়া বেশ কঠিন। তবে এটা বিদায় নয়। আবার দেখা হবে। কারণ আমাদের পথ আবার কোনো সময় একসঙ্গে মিলবেই। ধন্যবাদ কোস্টা রিকা। দেখা হবে আবারো।’
নাভাসের ক্লাব ফুটবল ক্যারিয়ারটাও বেশ সাফল্যে সাজানো। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই তৈরি করেছেন নিজের অনন্য পরিচয়। তাদের হয়ে পাঁচ মৌসুমে জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এছাড়াও আছে চারটি ক্লাব বিশ্বকাপ শিরোপা, দুটি উয়েফা সুপার কাপ শিরোপা, একটি লা লিগা শিরোপা ও একটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা। পিএসজির সঙ্গে চলতি মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হবে নাভাসের। এই মৌসুমে লোনে তিনি খেলেছেন ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্টের হয়ে। তবে নাভাসের পরবর্তী যাত্রা কাদের সঙ্গে হতে চলেছে তা নিয়ে এখনো জানা যায়নি কিছুই।