ট্রেবল জয়ের পর রহমতগঞ্জে আটকাল বসুন্ধরা
প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। সবশেষ ম্যাচে ফেডারেশন কাপ জিতে মৌসুমে ট্রেবল পূর্ণ করেছে বসুন্ধরা কিংস। সেই দলটিকেই এবার প্রিমিয়ার লিগের ম্যাচে রুখে দিয়েছে রহমতগঞ্জ। মুন্সিগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে গোল শূন্য ড্র’য়ে পয়েন্ট ভাগ করেছে বসুন্ধরা কিংস।
এর আগে লিগে প্রথম দেখায় বসুন্ধরার বিপক্ষে ৪ গোল হজম করেছিল রহমতগঞ্জ। গোল শোধ দিতে পারেনি একটিও। স্বাভাবিকভাবেই এ ম্যাচেও প্রত্যাশা করা হচ্ছিল এমনটিই। ট্রেবল জয়ী বসুন্ধরা গোল উৎসবে মাতবে আরও একবার। তবে আজ সেটি দেখা যায়নি একেবারেই। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় বসুন্ধরার মূল দলের অনেকেই ছিলেন বিশ্রামে। যেই সুযোগ কাজে লাগিয়েই বসুন্ধরাকে রুখে দিয়েছে রহমতগঞ্জ।
এরপরও গোলের উদ্দেশ্যে একাধিকবার আক্রমণ শানিয়েছে বসুন্ধরা। পাল্টা আক্রমণে এসে গোলের সুযোগ তৈরি করেছিল রহমতগঞ্জও। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য সমতায়।