আমি শুধু একজন বার্সা সমর্থক হিসেবেই থাকব: জাভি
২০২৩-২৪ মৌসুমের মাঝের দিকে বার্সেলোনার টানা বাজে পারফরম্যান্স ও হারের পর কোচ জাভি হার্নান্দেস বলেছিলেন যে, চলতি মৌসুম শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। এরপর সিদ্ধান্তে পরিবর্তন এনে আরও এক মৌসুম থেকে যাওয়ার কথা জানান সাবেক এই বার্সা ফুটবলার। তবে শেষ পর্যন্ত বিদায়ের ঘন্টাই বাজল, জাভিকে ছাঁটাই করল বার্সেলোনা।
জাভির চলে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা গুঞ্জন। তবে গুঞ্জনটি এভাবে সত্যে রূপ নিয়ে তা ভাবেনি বেশিরভাগ সমর্থকই। হুট করে কোচকে এভাবে ছাঁটাই করাই দৃষ্টান্ত বার্সার ইতিহাসে খুব একটা নেইও।
ক্লাবের এমন সিদ্ধান্তের বিপক্ষে বিরূপ কোনো মন্তব্যই করেননি সাবেক এই কিংবদন্তি মিডফিল্ডার। বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেওয়ার মাধ্যমে নিজের সাবেক এই ক্লাবের সুদিন কামনা করেছেন জাভি। এতদিন তার পাশে থাকার জন্য সমর্থকদেরও জানিয়েছেন ধন্যবাদ।
রবিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচে একজন বার্সা সমর্থক হিসেবেই মাঠে উপস্থিত থাকবেন তিনি, ‘প্রিয় বন্ধুরা, রবিবার থেকে বার্সেলোনার বেঞ্চে (ডাগআউটে) আমার পথচলার ইতি ঘটবে। যে ক্লাবটি আমার জীবন, সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয়। কিন্তু আড়াই বছর কোচ হিসেবে এই ড্রেসিংরুমে থাকা, যেটা আমার দ্বিতীয় বাড়ি, তার জন্য আমি খুবই গর্বিত।‘
বার্সেলোনার খেলোয়াড় হিসেবে সাফল্যের তালিকায় প্রায় সবই আছে জাভির। নিজের প্রায় পুরো ক্যারিয়ারই কাটিয়েছেন কাতালান ক্লাবটির হয়ে। কোচ হিসেবেও যে একদমই অর্জন নেই তা না। সেক্ষেত্রে জাভির বিদায়টা হতে পারত আরও সম্মানের, আরও শ্রদ্ধার প্রাপ্য তিনি এমনটাই মনে করে বার্সা সমর্থকরা। কিন্তু এসব বিষয় নিয়ে কোনোপ্রকার ক্ষোভই প্রকাশ করেননি তিনি, বরং ক্লাবের হয়ে সুন্দর মুহুর্তগুলোর স্মৃতিচারণ করেছেন জাভি।
নিজের ইন্সটাগ্রামে তিনি বলেছেন, ‘সমর্থন ও ভালবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন। রবিবার থেকে স্ট্যান্ডে আমি একজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব, সেটা এখন অলিম্পিক স্টেডিয়ামে হোক কিংবা কয়েক মাস পর ক্যাম্প ন্যুয়ে। কেননা, খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি ছিলাম একজন বার্সেলোনা সমর্থক এবং আজীবন আমি এই ক্লাবটির সবচেয়ে ভালোটাই চাই।‘