সিরি আর মৌসুমসেরা আর্জেন্টিনার মার্তিনেজ
ইতালির শীর্ষ লিগ সিরি আ’তে এবারের মৌসুমটা বেশ ভালো কেটেছে লাউতারো মার্তিনেজের। তিন মৌসুম পর এই ২০২৩-২৪ মৌসুমে অনেকটা একচেটিয়া আধিপত্য বজায় রেখেই শিরোপা জিতেছে তার দল ইন্টার মিলান। তাদের এই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। তারই পুরষ্কার সরূপ সিরি আর মৌসুমসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মার্তিনেজ।
গতকাল (শুক্রবার) নিজেদের ওয়েবসাইটে মৌসুমের সেরাদের নামের তালিকা প্রকাশ করেছে ইতালির শীর্ষ লিগটি।
ইন্টারের হয়ে লিগে ৩৩ ম্যাচে ২৪টি গোল করেছেন মার্তিনেজ, যা এই মৌসুমের সর্বোচ্চ। এমনকি দুইয়ে থাকা দুশান ভ্লাহোভিচের চেয়ে মার্তিনেজ গোল বেশি করেছেন ৮টি। এতে প্রথমবারের মতো মৌসুমসেরার খেতাব পেলেন মার্তিনেজ। এবং মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভ্লাহোভিচ নির্বাচিত হয়েছেন মৌসুমের সেরা ফরোয়ার্ড হিসেবে।
এদিকে সেরা মিডফিল্ডার ও সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছে ইন্টারের দল থেকেই। সেরা মিডফিল্ডার হাকান কালহানোগলু এবং সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন আলেসান্দ্রো বাস্তোনি। এছাড়াও মৌসুমের সেরা গোলরক্ষক মনসার মিশেল দি গ্রেগোরিও।
সিরি আর মৌসুম শেষের পথে। আগামীকাল (রোববার) মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ভেরোনার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।