চোখের জলে ক্রুসের বার্নাবিউকে বিদায়
সান্তিয়াগো বার্নাবিউয়ে কত আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন টনি ক্রুস! সেই বার্নাবিউএ কাল তিনি যখন মাঠ ছাড়ছেন, তখন পরিস্থিতিটা দাঁড়াল শোকের। টনি ক্রুস যে তার শেষ ম্যাচটা খেলে ফেলছেন এখানে!
জার্মান এই ফুটবলার ২০২৪ ইউরো শেষে ফুটবলকে বিদায় বলবেন। তার আগে ক্লাব ফুটবলে এটাই তার শেষ মৌসুম। গতকাল রিয়ালের ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল ক্রুসের। সে ম্যাচের শুরুতে তিনি দুই দলের কাছ থেকেই পেলেন গার্ড অফ অনার। ৮৬ মিনিটে তাকে যখন তুলে নেওয়া হলো, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানায় তাকে।
ম্যাচটা অবশ্য জিতে তাকে বিদায় জানাতে পারেনি রিয়াল। বেতিসের সঙ্গে ড্র করেছে ০-০ গোলে। তবে তাতে আর কি আসে যায়! লিগ তো জেতা হয়েই গেছে দলের! রিয়ালের হয়ে ২২টি ট্রফি জেতা ক্রুসকে বিদায়টাও তাই রাজসিকভাবেই দিয়েছে দল।
তবে রিয়ালের হয়ে এটাই শেষ ম্যাচ নয় ক্রুসের। আগামী ২ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওয়েম্বলিতে মাদ্রিদ খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। সেই ম্যাচে জিতেই নিশ্চয়ই ক্রুসকে বিদায় দিতে চাইবে রিয়াল!